শুক্রবার, ৯ জুন, ২০১৭ ০০:০০ টা

মেলবোর্নে সুপার ক্ল্যাসিকো

ক্রীড়া ডেস্ক

মেলবোর্নে সুপার ক্ল্যাসিকো

অস্ট্রেলিয়ান স্পেশাল ফোর্সের সদস্যরা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ঘিরে রেখেছেন নিরাপত্তার বলয়ে। দর্শকদের অতিরিক্ত চাপ সামলাতে সাধারণ নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগ দেবেন তারা। কারণ, মেসিদের আর্জেন্টিনা প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আজ এই মাঠে। আর্জেন্টিনা দলে লিওনেল মেসি থাকলেও ব্রাজিল দলে নেইমার নেই। এদিকে নতুন কোচ স্যাম্পাওলির অধীনে প্রথম মাঠে নামছেন মেসিরা। শুরুতেই বড্ড কঠিন পরীক্ষা দিতে হচ্ছে স্যাম্পাওলিকে। তবে তিনি আশাবাদী। মেসি তার চীন সফর সংক্ষিপ্ত করে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনও করেছেন সতীর্থদের সঙ্গে। স্যাম্পাওলি এজন্য মেসিকে ধন্যবাদ দিয়েছেন। তার মতে, মেসিই আর্জেন্টিনাকে বিশ্বকাপে নিয়ে যাবে। ল্যাটিন অঞ্চলের বাছাই পর্বে আর্জেন্টিনা বেশ বিপদেই আছে। এখনো নিশ্চিত হয়নি দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ। ব্রাজিল অবশ্য এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে। ১৪ ম্যাচে তারা ৩৩ পয়েন্ট সংগ্রহ করেছে। হাতে আছে আরও ৪টি ম্যাচ। অন্যদিকে সমান ম্যাচে আর্জেন্টিনা ২২ পয়েন্ট নিয়ে পঞ্চমে অবস্থান করছে। সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করার জন্য কমপক্ষে ৪ নম্বরে থাকতে হবে আলবেসিলেস্তদের। হাতে থাকা ৪টি ম্যাচে উরুগুয়ে, ভেনেজুয়েলা, পেরু ও ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বেশ কঠিন ম্যাচ সামনে। সামনের মাসেই আলবেসিলেস্তরা মুখোমুখি হবে উরুগুয়ের। এজন্য কঠিন প্রস্তুতি চলছে দলের মধ্যে। ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচটাও এই প্রস্তুতির ভিতরেই। তবে ম্যাচের স্ট্যাটাস যাই হোক, এটা সুপার ক্ল্যাসিকো। ব্রাজিল-আর্জেন্টিনা লড়াইয়ের উত্তাপ একেবারেই ভিন্ন। দেখা যাক, এই লড়াইয়ে এবার জেতে কারা।

সর্বশেষ খবর