শনিবার, ১০ জুন, ২০১৭ ০০:০০ টা

ক্লাবগুলোর ক্যাম্প বন্ধ

ক্রীড়া প্রতিবেদক

ক্লাবগুলোর ক্যাম্প বন্ধ

১২ জুন পেশাদার ফুটবল লিগ হচ্ছে না। ক্লাবগুলোর দাবির পরিপ্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এখন ঈদের পর ১২ জুলাই লিগ শুরু হওয়ার কথা। রমজান, চিকুনগুনিয়া ছাড়াও বেশকটি কারণে লিগ পেছানো হয়েছে। দেড় মাস মাঠে ফুটবল নেই। এই সময়ের মধ্যে ক্লাবগুলো ক্যাম্প চালিয়ে যাবে কি? ক্লাবগুলোই বলে, একদিন ক্যাম্প চালাতে তাদের অনেক খরচ হয়। সুতরাং ১২ জুলাই যেখানে লিগ হবে সেখানে অনুশীলন চলবে কি? কোনো ক্লাবই এ ব্যাপারে সুস্পষ্ট করে কিছু বলছে না। তাদের একটাই কথা, ম্যানেজমেন্ট এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে মধ্যম সারির দলগুলো নাকি লিগ পিছিয়ে যাওয়ায় ক্যাম্প বন্ধ রেখেছে। তাদের বিদেশি ফুটবলাররা ছুটি নিয়ে দেশে ফিরে যাচ্ছে। ঈদের পরপরই ক্যাম্প আবার চালু হবে। বিশাল বাজেটে দল গড়া ক্লাবগুলোও ক্যাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারে।

সর্বশেষ খবর