রবিবার, ১১ জুন, ২০১৭ ০০:০০ টা

এশিয়া কাপ খেলবেন কি জিমি

ক্রীড়া প্রতিবেদক

অক্টোবরে ঢাকায় এশিয়া কাপ হকি অনুষ্ঠিত হবে। মওলানা ভাসানী স্টেডিয়ামে বাংলাদেশের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। টুর্নামেন্টে নিজেদের তৈরি করতে প্রীতি ম্যাচের পাশাপাশি হকি ফেডারেশন চার জাতি টুর্নামেন্ট করার চিন্তাভাবনা করছে। বাংলাদেশ চাচ্ছে ভালোভাবেই এশিয়া কাপের প্রস্তুতি করতে। অনুশীলন ক্যাম্পে রাসেল মাহমুদ জিমিকে ডাকা হয়নি। ওয়ার্ল্ড হকি লিগে জাতীয় দলের অধিনায়ক থাকলেও জিমির বিরুদ্ধে শৃঙ্খলা ভাঙার অভিযোগ রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত কমিটি গঠন হয়েছিল। তদন্ত কমিটি জিমিকে দোষী সাব্যস্ত করে শাস্তির সুপারিশ করেছে। তাই বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জিমিকে ক্যাম্পের বাইরে রাখা হয়েছে।

গতকাল হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক জানালেন জিমির বিষয়টি আমরা ওয়ার্কিং কমিটির কাছে পাঠিয়েছি। তারা সিদ্ধান্ত নিয়ে রিপোর্ট পাঠাবে গভর্নিং বডির কাছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর