মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭ ০০:০০ টা

‘সেরা অধিনায়ক মাশরাফিই’

ক্রীড়া ডেস্ক

‘সেরা অধিনায়ক মাশরাফিই’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড হেরে গেছে বাংলাদেশের কাছে। দ্রুত ৪ উইকেট পড়ে যাওয়ায় একপর্যায়ে মনে হচ্ছিল হার বাংলাদেশের শুধু সময়ের ব্যাপার। সেই ম্যাচে অবিস্মরণীয় জয় পেয়েছে সাকিব-মাহমুদুল্লাহর অবিশ্বাস্য জুটিতে। দুজনই সেঞ্চুরি করেছেন। স্বাভাবিকভাবে বাংলাদেশের জয়ের পেছনে তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। সাকিব-মাহমুদুল্লাহর ব্যাটিং নিয়ে আলোচনা চলবে দীর্ঘদিন। তবে এই জয়ের পেছনে ক্রিকেট বিশ্লেষকরা মাশরাফির নেতৃত্বে ভূয়সী প্রশংসা করছেন। জনপ্রিয় ধারাভাষ্যকার ভারতের হার্শা ভোগলে টুইটারে লিখেছেন—একজন যোগ্য অধিনায়কই বিপর্যয়ের সময় দলকে টেনে তুলতে পারেন। সেদিন মাশরাফিই এ কাজটি করেন। এক সময় নিউজিল্যান্ডের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তারা ৩০০ ছাড়িয়ে যাবে। এমন সময় মাশরাফি বোলিংয়ে আনলেন অফ স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকতকে। মাশরাফি বুঝতে পেরেছিলেন সৈকতের বল খেলতে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা কষ্ট পাবে। হয়েছে তাই টপাটপ তিন উইকেট পেয়ে গেলেন। আর এতেই নিউজিল্যান্ড ২৬৫ রানে আটকে যায়। ভোগলে লিখেছেন সাকিব ও মাহমুদুল্লাহ আবশ্যই সাড়া জাগানো ব্যাটিং করেছেন। কিন্তু নিউজিল্যান্ড যদি ৩০০-র বেশি টার্গেট ছুড়ে দিত তাহলে বাংলাদেশ আরও চাপে থাকত। আমি বলবো মাশরাফি এই ক্ষেত্রে যোগ্য নেতৃত্বের পরিচয় দিয়েছেন। শুধু এই ম্যাচ কেন মাশরাফি গত বিশ্বকাপ থেকে যেভাবে দলকে নেতৃত্বে দিচ্ছেন। এতে আমার কাছে এ মুহূর্তে ক্রিকেটে মাশরাফিকেই সেরা অধিনায়ক মনে হচ্ছে। যে ধরনের নেতৃত্ব আমি ধোনি ও পন্টিংয়ের মধ্যে দেখেছি। অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেনওয়ার্নও বলেছেন, মাশরাফির নেতৃত্বে কথা না বললেই নয়। এ মুহূর্তে তার নেতৃত্বের সত্যিই তুলনা হয় না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর