মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭ ০০:০০ টা

হকির জার্মান কোচ বরখাস্ত

ক্রীড়া প্রতিবেদক

শেষ পর্যন্ত বরখাস্ত হলেন বাংলাদেশের জাতীয় হকি দলের জার্মান কোচ অলিভার কার্টেজ। নিয়োগ পাওয়ার পর থেকে অলিভার ফেডারেশনের নিয়ম-কানুন মানছিলেন না। তারপরও হকি ফেডারেশন তাকে বেশকটি টুর্নামেন্টে মূল কোচের দায়িত্বে রাখে। বার বার অনিয়মে জড়িয়ে পড়ছিলেন জার্মান কোচ। অক্টোবরে ঢাকায় এশিয়া কাপ। বাংলাদেশ প্রস্তুতিও শুরু করে দিয়েছে। অথচ এমন গুরুত্বপূর্ণ সময়ে অলিভার ফেডারেশনকে কোনো কিছু না জানিয়ে বাংলাদেশ ছাড়েন। গতকাল হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক জানান, শুরু থেকেই শৃঙ্খলা মানছিলেন না অলিভার। আমি নিজে তাকে অনেকবার বুঝিয়েছি। কিন্তু তিনি তা কর্ণপাত করেননি। যে কোচ ফেডারেশনের নিয়ম মানবে না তাকে তো আর রাখা যায় না। তাই ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে তাকে অব্যাহতি দেওয়ার। ২/১ দিনের মধ্যে তাকে চিঠি দিয়ে চাকরিচ্যুতের কথা জানিয়ে দেওয়া হবে। সাদেক বলেন, এশিয়া কাপে বিদেশি কোচের বদলে দেশের কাউকে দায়িত্ব দেব। মাহবুব হারুন বা মামুনুর রশীদই হতে পারেন জাতীয় দলের কোচ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর