বুধবার, ১৪ জুন, ২০১৭ ০০:০০ টা

টিকিট নিয়ে প্রবাসী বাঙালিদের হাহাকার

ক্রীড়া প্রতিবেদক, বার্মিংহাম থেকে

টিকিট নিয়ে প্রবাসী বাঙালিদের হাহাকার

আগামীকাল এজবাস্টনে বাংলাদেশ স্বপ্নের সেমিফাইনাল খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রথমবারের মতো সেমিতে জায়গা করে নিয়েছে টাইগাররা। প্রতিপক্ষ শক্তিশালী ভারত হলেও প্রত্যাশা ম্যাচ জিতে বাংলাদেশই ফাইনালে উঠবে। ক্রিকেটে শক্ত অবস্থানে থাকলেও এশিয়া কাপ ছাড়া আর কোনো বড় টুর্নামেন্টে টাইগাররা ফাইনাল খেলতে পারেনি। ৫০ ওভারের বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিই বিশ্ব ক্রিকেটে বড় আসর। ফাইনাল খেলতে পারলে শিরোপার কাছাকাছি চলে যাবেন মাশরাফিরা।

গ্রুপপর্বে টাইগাররা যেখানে লড়েছে সেখানে প্রবাসী বাঙালিদের ভিড় বা উল্লাস দেখে মনেই হয়নি সাকিবরা দেশের বাইরে খেলছেন। ওভাল বা কার্ডিফ স্টেডিয়াম দেখে মনে হয়েছে মিরপুরেই যেন লড়ছে টাইগাররা। অথচ এজবাস্টনের সেমিফাইনাল নিয়ে প্রবাসী বাঙালিরা টিকিটের  জন্য হাহাকার করছেন। প্রায় সব টিকিট আগাম কিনে নিয়েছেন ভারতীয় দর্শকরা। শুধু তাই নয় কার্ডিফের প্রথম সেমিফাইনালের টিকিটও অগ্রিম কিনেছেন ভারতীয়রা। দুই ভেন্যুর সেমিফাইনালের টিকিট ভারতীয়দের হাতে গেল কীভাবে? ভারত যে মানের দল তাতে তাদের সমর্থকরা নিশ্চিত ছিলেন কোহেলিরা সেমিফাইনালে খেলবেই। কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন না রানার্সআপ হবে তা অনিশ্চিত ছিল বলেই দুই ভেন্যুর সেমিফাইনালের টিকিট আগাম কিনে রাখেন। বাংলাদেশের দর্শকরা আবার গ্রুপ পর্বের টিকিট আগাম কিনলেও সেমিফাইনালকে সেভাবে গুরুত্ব দেয়নি। কারণ বাংলাদেশের গ্রুপে ছিল তিন শক্তিশালী দেশ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এদের টপকিয়ে বাংলাদেশ সেমিতে যাবে প্রবাসী বাঙালিরা একথা ভাবতেই পারেননি। তাই টিকিট নিয়ে হাহাকার চলছে। অনেকে টুর্নামেন্ট দেখতে আসা বিসিবি কর্মকর্তা ও সাংবাদিকদের কাছে টিকিটের জন্য অনুরোধ রাখছেন। লাভ হচ্ছে না তাতে। তাই বলে এজবাস্টনের গ্যালারিতে বাংলাদেশের দর্শকদের দেখাই মিলবে না তা ধারণা করলে ভুল হবে। দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর সেমিতে ভারত যে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে তা অনেকেই নিশ্চিত হয়ে যান। তাই এজবাস্টনের টিকিট পেতে বাঙালিরা পাগলের মতো এদিক-সেদিক ছুটছেন। ঢাকার মতো ওপেন না হলেও এজবাস্টনে গোপনে ভারতীয়রা কালো বাজারে বাংলাদেশের দর্শকদের কাছে টিকিট বিক্রি করছেন। বাংলাদেশি মুদ্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা টিকিটের দাম চাওয়া হচ্ছে। তবু অনেকেই কিনছেন। টিকিট পেয়ে দর্শকরা আনন্দে ভাসছেন। আবার না পেয়ে অনেকে চোখের পানি ফেলছেন।

সর্বশেষ খবর