বুধবার, ১৪ জুন, ২০১৭ ০০:০০ টা

সেমিতে বৃষ্টি হলে কী হবে?

ক্রীড়া ডেস্ক

এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। গ্রুপপর্ব লড়াইয়ে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দল পয়েন্ট ভাগাভাগি করে, না হয় ডার্ক লুইস মেথড পদ্ধতিতে এক দলকে বিজয়ী ঘোষণা করে। কথা হচ্ছে টুর্নামেন্টে সেমিফাইনালে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে তখন কি হবে?

লক্ষ্য করলে দেখা যাবে এবার সেমিফাইনালে রিজার্ভ ডে রাখা হয়নি। আজ ও কাল দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সুতরাং বৃষ্টি না থামলে ম্যাচের ভাগ্য কি হবে? যদি উভয় দল ২০ ওভার খেলে ফেলে তখন না হয় রানরেট বিচার করে একদলকে বিজয়ী ঘোষণা করা হবে। ম্যাচ যদি টাই হয় তাহলে সুপার ওভারে জয় পরাজয় নিষ্পত্তি হবে। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে তখনো ফলাফল নিষ্পত্তি হবে। সেটা আবার কীভাবে? হ্যাঁ, গ্রুপ পর্বে যারা শীর্ষে থেকে সেমিফাইনালে উঠছে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হবে। কার্ডিফে আজ প্রথম সেমিফাইনালে ইংল্যান্ড ও পাকিস্তান মুখোমুখি হবে। তাই বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে গ্রুপে শীর্ষে থাকা ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করে ফাইনালে নেওয়া হবে। একই অবস্থা হবে এজবাস্টন সেমিফাইনালে। বাংলাদেশ লড়বে ভারতের বিপক্ষে। এখানেও ম্যাচ পরিত্যক্ত হলে গ্রুপে শীর্ষে থাকায় ভারতকে বিজয়ী ঘোষণা করা হবে।  তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে আগামী তিনদিন কার্ডিফ বা এজবাস্টনে বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর