বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ বিপজ্জনক দল : কোহলি

ক্রীড়া প্রতিবেদক, বার্মিংহাম থেকে

আজ মাঠে নামার আগে হয় তো ঘুরেফিরে ৮৪ রানে গুঁড়িয়ে দেওয়ার দৃশ্যটি ভারতীয়দের চোখের সামনে ভাসছে। প্রস্তুতি ম্যাচে কী দাপটই না দেখিয়েছে ভারত! কিন্তু ভারতের অধিনায়ক বিরাট কোহলি খুব ভালো করেই জানেন, সেদিন মাশরাফি দলে ছিলেন না! বাংলাদেশ দলের গত দুই বছরে যে সাফল্য তার কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছেন একজনই- তিনি মাশরাফি! তাই প্রস্তুতি ম্যাচের কথা ভুলতে চাইলেন কোহলি। ভারতের অধিনায়কের কাছে বাংলাদেশ এখন বিপজ্জনক দল। গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করে কোহলি বলেন, ‘গত দুই বছরে বাংলাদেশ দল বদলে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে তারা নিজেদের প্রমাণ করেছে। বাংলাদেশের এই সাফল্য আশ্চর্যজনক কোনো ঘটনা নয়। তারা ২০১৫ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালও খেলেছে। আমার কাছে বাংলাদেশ একটি বিপজ্জনক দল।’ কোহলি বলেন, ‘বাংলাদেশ এখন র‌্যাঙ্কিংয়ের সেরা আটের একটি দল। তারা অনেক ম্যাচ জিতেছে। তারা যে কতটা পরিপক্ব সেটাও দেখিয়ে দিয়েছে। আমি মনে করি, বাংলাদেশ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক দল।’

সর্বশেষ খবর