শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তান ক্রিকেটের সুদিন আসছে

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান ক্রিকেটের সুদিন আসছে

জাবেদ মিয়াদাঁদ

ক্রিকেটে পাকিস্তানকে নিয়ে আশা ছেড়েই দিয়েছিলাম। যে সংকটাপন্ন অবস্থা ছিল তাতে আমার মনে হচ্ছিল পাকিস্তানের ক্রিকেট ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এখন আবার আশার আলো দেখছি। মনে হচ্ছে মৃত্যুর  মুখ দেখে পাকিস্তান বের হয়ে আসছে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। তিনি বলেন, অন্যরা কি ভেবেছিলেন তা আমার জানা নেই। তবে আমার মনে হচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ভালো খেলবে। অধিকাংশ তরুণদের নিয়ে দল গড়ায় ক্রিকেটারদের ভালো করার জেদ ছিল। তা দেখতে পেলাম দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে। উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে শোচনীয় হারের পর পাকিস্তান যে সেমিফাইনালে যাবে এ আশা অনেকেই ছেড়ে দিয়েছিলেন। সত্যি বলতে কি আমিও ভাবিনি পাকিস্তান সেমিফাইনাল খেলবে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সরফরাজ যেভাবে ম্যাচ জিতল তাতে আমি অভিভূত। ইংল্যান্ডকে এভাবে বিদায় জানাবে কল্পনাও করতে পারিনি। এখন জোর গলায় বলতে পারি ফাইনালে প্রতিপক্ষ যেই হোক না কেন পাকস্তানেরই ট্রফি জেতার সম্ভাবনা বেশি। সত্যিই আমি সরফরাজদের পারফর ম্যান্সের প্রশংসা করি। মনে হয় আমাদের সুদিন    ফিরে আসছে।

সর্বশেষ খবর