শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা

আবারও ব্যর্থ সৌম্য

ক্রীড়া প্রতিবেদক

আবারও ব্যর্থ সৌম্য

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি সাফল্যের কারিগর হন তামিম ইকবাল। তাহলে ব্যর্থতার আরেক নাম তারই ওপেনিং পার্টনার সৌম্য সরকার। নিউজিল্যান্ড ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ম্যাচেই যেখানে তামিমের ব্যাট হেসেছে, সেখানে সৌম্যকে লড়াই করতে হয়েছে নিজের নামের বিপক্ষে। লড়াই করতে হয়েছে নিজের ছায়ার সঙ্গে। বিশ্বের সেরা আট জাতির টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানে ফিরতে কঠিন লড়াই করতে হয়েছে সৌম্যকে। গতকাল বার্মিংহামের এজবাস্টনের সেমিফাইনাল যখন সোনালি ইতিহাস লেখার হাতছানি, তখন ব্যর্থ হয়েছেন সৌম্য। ভারতের বিপক্ষে পরম আকাঙ্ক্ষিত সেমিফাইনালে সাজঘরে ফিরেছেন বাঁ হাতি ওপেনার শূন্য রানে। ফিরেছেন ভুবনেশ্বর কুমারের বলে প্লেড অন হয়ে। আগের তিন ম্যাচেও রান করতে পারেননি। বিচার করতে পারেননি নামের। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছিলেন ২৮ রানের ইনিংস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত এটাই দুই অংকের রান সৌম্যের। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জীবনমরণ ম্যাচে রান করেন ৩। গতকাল মারেন গোল্ডেন ডাক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত চার ম্যাচে সৌম্য রান করেছেন ৩৪। গড় ৮.৫০! অথচ এই বাঁ হাতি ওপেনারের ক্যারিয়ারের গড় ৩৫.৫১। ৩১ ম্যাচে রান করেছেন ৯৫৯।   সর্বোচ্চ ১২৭*।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর