শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা

সেমিফাইনাল ঘিরে বাজির ছড়াছড়ি

ক্রীড়া প্রতিবেদক

এজবাস্টনে বাংলাদেশ-ভারত সেমিফাইনালে লড়ছে। কিন্তু উত্তেজনায় কাঁপছিল পুরো দেশ। কে যাবে ফাইনালে এ নিয়ে তর্ক-বিতর্কের শেষ ছিল না। রাজধানী ঢাকাতে ছিল বাজির ছড়াছড়ি। কেউ বাংলাদেশ কেউবা ভারতের পক্ষে বাজি ধরেছেন। বংশালে জায়ান্ট স্কিনে খেলা উপভোগ করেন ক্রিকেটপ্রেমীরা। সেখানেই আলাপ হলো মজনু নামে এক দর্শকের সঙ্গে। তিনি নিয়মিত ঢাকায় টাইগারদের ম্যাচ দেখেন। তিনি ৩০ হাজার টাকা বাজি ধরেছেন তার বন্ধুর সঙ্গে। বাংলাদেশ জিতলে তিনি পাবেন ৩০ হাজার। হারলে বন্ধু পাবেন। রায়ের বাজার সুলতানগঞ্জ এলাকার মবিন বাজি ধরেছেন ভারতের পক্ষে। অঙ্কের পরিমাণ ১০ হাজার টাকা। ঢাকাজুড়ে একই দৃশ্য দেখা গেছে। বাজি আর বাজি। ধানমন্ডিতে আহমেদ মজলিশ বাংলাদেশের পক্ষে বাজি ধরেন ১ লাখ টাকা। ঝিগাতলার নজরুল বাজি ধরেছেন তামিমের পক্ষে। সেঞ্চুরির বাজি। তবে টাকার পরিমাণ জানাতে চাননি। কোহলির পক্ষেও বাজি ধরা হয়েছে। ম্যাচ শুরুর পরই ঢাকার রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। সন্ধ্যার পর নীরবতা দেখে মনে হয়েছে ঢাকায় যেন কার্ফু জারি করা হয়েছে।

সর্বশেষ খবর