শনিবার, ১৭ জুন, ২০১৭ ০০:০০ টা

বিশ্বকাপের প্রস্তুতি টুর্নামেন্ট

কনফেডারেশন্স কাপ শুরু আজ

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের প্রস্তুতি টুর্নামেন্ট

ফুটবল যেন এক জাদুর কাঠি; যা পুরো বিশ্বকে মুহূর্তেই জাগিয়ে তোলে। রাত-দিনের ব্যবধান ভুলে ফুটবলের সামনে বসে যায় সবাই। বিশ্বকাপ এলেই ফেবারিট দলগুলোকে নিয়ে বেড়ে যায় আলোচনা। পতাকা উড়িয়ে বিভিন্ন দলের প্রতি সমর্থন ঘোষণা করেন ভক্তরা। ফিফা বিশ্বকাপের এখনো এক বছর বাকি। তবে বিশ্বকাপের কথা মনে করিয়ে দিতেই এক বছর আগে উপস্থিত ফিফা কনফেডারেশন্স কাপ। আজ শুরু হবে বিশ্বকাপের এ ওয়ার্ম-আপ টুর্নামেন্ট। স্বাগতিক রাশিয়া ও ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়েই যাত্রা ফিফা কনফেডারেশন্স কাপের।

এবারের ফিফা কনফেডারেশন্স কাপ নানা কারণে অন্য যে কোনো বারের তুলনায় গুরুত্বপূর্ণ। ২০০১ সালে এ টুর্নামেন্ট শুরু হওয়ার পর ব্রাজিলই বেশির ভাগ সময় চ্যাম্পিয়ন হয়েছে। নয়বারের মধ্যে সিলেকাওরাই জিতেছে চারবার! এবার সেই ব্রাজিল নেই টুর্নামেন্টে। প্রথমবারের মতো এ টুর্নামেন্ট খেলবে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর দলটা এবার অন্যতম ফেবারিটও। বিশেষ করে রোনালদোর দুরন্ত ফর্ম দেখে ফুটবল বিশেষজ্ঞরা পর্তুগালের পক্ষেই বাজি ধরেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো দিন কয়েক আগেই রিয়াল মাদ্রিদের জার্সিতে জয় করেছেন স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। গত বছর পর্তুগালকে প্রথমবারের মতো উপহার দিয়েছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। দেখা যাক, এবার তিনি পর্তুগালের হয়ে ফিফার এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টও জয় করতে পারেন কিনা! ফিফা কনফেডারেশন্স কাপে আটটি দল অংশ নিচ্ছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি, আফ্রিকা চ্যাম্পিয়ন ক্যামেরুন ও এশিয়া চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া লড়াই করবে বি গ্রুপে। অন্যদিকে এ গ্রুপে স্বাগতিক রাশিয়ার সঙ্গে আছে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল, কনকাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকো ও ওশেনিয়া চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড।

সর্বশেষ খবর