রবিবার, ১৮ জুন, ২০১৭ ০০:০০ টা

ব্যাটিংয়ে কোহলি বোলিংয়ে হাসান

ক্রীড়া ডেস্ক

অনেক ভারতীয় পণ্ডিতই এরই মধ্যে ভারতকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে দিয়েছে। যারা একটু বেশি সতর্ক তারা বলছেন, হাসান আলিকে দেখেশুনে খেললেই হবে। পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়টা যেন অবধারিত হয়ে আছে। আইসিসি টুর্নামেন্টগুলোতে অতীতে ভারতের বিপক্ষে পাকিস্তানের সফলতা প্রায় শূন্য। তারপরও ভারত-পাকিস্তান ফাইনাল নিয়ে উত্তেজনা মোটেও কমছে না ক্রিকেটের অন্দর মহলে। বিরাট কোহলিদের সবচেয়ে বড় সুবিধা, বিশ্ব বিখ্যাত একটা ব্যাটিং লাইন-আপ আছে। ধাওয়ান, রোহিত, বিরাট, ধোনি ব্যাটসম্যানের নাম যেন শেষই হতে চায় না! তাছাড়া বোলিং লাইনেও তো দারুণ কিছু অস্ত্র রয়েছে ভারতের। সবমিলিয়ে ভারতই ফেবারিট আজকের ফাইনালে। পাকিস্তান আন্ডারডগ হিসেবেই খেলতে নামবে। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সত্যিই আগাম কিছু বলা কঠিন। তাছাড়া ভারত তো এখনো পাকিস্তানের বিপক্ষে রণকৌশল সাজানো নিয়েই মুশকিলে আছে। মোহাম্মদ আমির খেলবেন কি না এখনো কেউ বলতে পারছে না। আমির খেলবেন কি না তা সময়ই বলবে। তবে বিরাট কোহলিদের জন্য সত্যিই ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন হাসান আলি। পাকিস্তানের ফাইনালে উঠার পিছনে হাসান আলির অবদানই সবচেয়ে বেশি। তিনি ৪ ম্যাচে ৩৮ ওভার বোলিং করে মাত্র ১৭২ রান দিয়ে ১০ উইকেট শিকার করেছেন। অবশ্য জুনায়েদ খানও কম নন। ৭ উইকেট শিকার করেছেন তিনি। অন্যদিকে কোহলি ব্যাটিংয়ে জ্বলে উঠলে ভারতকে সামলানো মুশকিল।

সর্বশেষ খবর