মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা

র‌্যাঙ্কিংয়ে এগোলো পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

র‌্যাঙ্কিংয়ে এগোলো পাকিস্তান

বিষয়টি ক্রিকেটপ্রেমীদের আগেই জানা ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিই ফাইনালে পাকিস্তান জিতলেই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলবে। হয়েছেও তাই, চ্যাম্পিয়ন হয়ে ৯৫ পয়েন্ট নিয়ে পাকিস্তান এখন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে ফিরেছে। ৯৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন সাতে।

চ্যাম্পিয়ন্স ট্রফিই আগে পাকিস্তানের অবস্থান ছিল আটে। কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তান সাতে উঠে আসে। শ্রীলঙ্কা আছে আটে। ফাইনালে ভারত জিতলে বাংলাদেশের অবস্থান নড়চড় হতো না। শিরোপা জিততে না পারায় ভারত নেমে গেছে তিন নম্বরে। ১১৭ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে। শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকাই। ওয়েস্ট ইন্ডিজ ৯-এ। ১০-এ আফগানিস্তান। ২০১৯ বিশ্বকাপে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আট দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। বাকিদের লড়তে হবে বাছাই পর্বে। সামনে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজ রয়েছে। তবে বাংলাদেশের সরাসরি চূড়ান্তপর্বে খেলার সম্ভাবনা বেশি। যে সময় র‌্যাঙ্কিংয়ের অবস্থান নির্ধারণ করা আছে সেখানে বাংলাদেশ ৯-এ নামবে না এটা নিশ্চিতই বলা যায়।

রোল অব অনার

সাল   চ্যাম্পিয়ন     রানার্সআপ

১৯৮৮ দ.আফ্রিকা    ও. ইন্ডিজ

২০০০ নিউজিল্যান্ড    ভারত

২০০২ ভারত-শ্রীলঙ্কা যুগ্ম চ্যাম্পিয়ন

২০০৪ ও.ইন্ডিজ     ইংল্যান্ড

২০০৬ অস্ট্রেলিয়া     ও. ইন্ডিজ

২০০৯ অস্ট্রেলিয়া     নিউজিল্যান্ড

২০১৩   ভারত  ইংল্যান্ড

২০১৭   পাকিস্তান     ভারত

সর্বশেষ খবর