Bangladesh Pratidin

ফোকাস

  • মধ্যরাতে তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ চার মাদক বিক্রেতা নিহত হয়েছে। এরমধ্যে কুমিল্লায় ২ জন, চুয়াডাঙ্গা ও চট্টগ্রামে একজন করে নিহত হয়েছে।
  • কক্ষপথে পৌঁছেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১
প্রকাশ : মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৯ জুন, ২০১৭ ২৩:৫৯
অযোগ্য কোচ কুম্বুলে :কোহলি
ক্রীড়া ডেস্ক
অযোগ্য কোচ কুম্বুলে :কোহলি

নিজের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। অথচ বিরাট কোহলি কোচ হিসেবে অনিল কুম্বলেকে যোগ্য মনে করছেন না। তবে তার এই প্রতিক্রিয়া ফাইনালে হারের পর নয়, শনিবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটির সঙ্গে এক সভায় কুম্বলের ব্যাপারে আপত্তি জানিয়েছেন কোহলি।

শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিডিএস লক্ষণের সমন্বয়ে গঠিত সিএসির সঙ্গে কোহলির এই বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ সদস্যরা। এক ঘণ্টার এই বৈঠকে কোহলির সঙ্গে কথা বলে কুম্বলে প্রসঙ্গে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বিসিসিআই ও সিএসি। কুম্বুলের সঙ্গে কথা বলবেন টেন্ডুলকাররা। কোহলির আপত্তির কথাও জানাবেন তারা। এমন এক সময় কোহলি দাবিটি তুলেছেন পরের দিনই ভারত ফাইনালে হেরে যায়। তাহলে কি কুম্বলেকে অব্যাহতি দেওয়া হচ্ছে? না এই মুহূর্তে কাজটি কঠিনই বলা যায়। কোহলির কথা শুনে যদি কুম্বলেকে বদলানো হয় তাহলে বিতর্কের মধ্যে পড়ে যাবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এই পাতার আরো খবর
up-arrow