বুধবার, ২১ জুন, ২০১৭ ০০:০০ টা

বন্ধ হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি

ক্রীড়া ডেস্ক

টি-২০ ম্যাচের কাছে মার খেয়ে যাচ্ছে ৫০ ওভারের ম্যাচ। বিস্ময়কর হলেও বিষয়টি সত্যি। মাত্র শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্বের সেরা আট দলের টুর্নামেন্টের ফাইনাল খেলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। শিরোপা জিতেছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ব্যবসা হয়েছে মারমার-কাটকাট। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিকে এরই মধ্যে বলা হচ্ছে, ক্রিকেট বিশ্বের অন্যতম সফল টুর্নামেন্টগুলোর একটি। তারপরও ক্রিকেটের শাসক সংস্থা আইসিসি টি-২০ ক্রিকেটের বাণিজ্যিক জোয়ারে ভবিষ্যতে চ্যাম্পিয়ন্স ট্রফি বন্ধ করে দিতে চাইছে। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন তেমনই জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি বন্ধ করে দিয়ে দুই বছর পরপর টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে চাইছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফির পরের আসর বসার কথা ২০২১ সালে ভারতে।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল। ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিবে ১০। সরাসরি সুযোগ পাবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল এবং বাকি দুই দলকে সুযোগ করে নিতে হবে বাছাইপর্ব পেরিয়ে। যেহেতু ১০ নিয়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেট। তাই ক্রিকেটের শাসক সংস্থা চাইছে একই ধরনের টুর্নামেন্ট আয়োজন না করতে। আইসিসির সিইও রিচার্ডসন জানিয়েছেন, ভবিষ্যতে ২০ দল নিয়ে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ, ‘আমরা চাই আইসিসির প্রতিযোগিতাগুলোর মধ্যে ভিন্নতা থাকুক। মানুষ যেন পার্থক্য বুঝতে পারে। এতে করে প্রতিটি প্রতিযোগিতা দর্শকদের মধ্যে আলাদা করে আগ্রহের সৃষ্টি করবে। টি-২০ বিশ্বকাপে দলের সংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ২০ করার কথা ভাবা হচ্ছে।’ ৫০ ওভারের ম্যাচ থেকে টি-২০ ক্রিকেট অনেক বেশি লাভজনক। তাই টি-২০ ক্রিকেটের বণিজ্যিকতার কথা ভেবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন থেকে সরে যাচ্ছে আইসিসি। এ প্রসঙ্গে রিচার্ডসন বলেন, ‘এটা সত্যি, টি-২০ ক্রিকেট অনেক বেশি আগ্রহ মানুষের। সম্প্রচারের ক্ষেত্রেও দারুণ লাভজনক। এছাড়া আমরা মনে করি, টি-২০ ক্রিকেট দিয়ে বেশিসংখ্যক দেশকে ক্রিকেটে সম্পৃক্ত করা যাবে।’ এখন শুধু অপেক্ষায় থাকা, আইসিসির সিদ্ধান্তের।

সর্বশেষ খবর