বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭ ০০:০০ টা

সরফরাজরা এখন কোটিপতি

ক্রীড়া ডেস্ক

সরফরাজরা এখন কোটিপতি

ইমরান খানের দল ১৯৯২ সালে বিশ্বকাপ জয় করার পর তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পুরো দলকেই হজ করতে মক্কা পাঠিয়েছিলেন। পাশাপাশি পুরস্কার তো ছিলই। এবার সরফরাজরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করার পরও পুরস্কারের বন্যা ছুটল ক্রিকেটারদের উপর। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এরই মধ্যে বিজয়ী দলের প্রত্যেক সদস্যকে ১ কোটি রুপি করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর অর্থই হলো, রাতারাতি কোটিপতি বনে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। পুরনোদের জন্য এটা হয়ত স্বাভাবিকই। কিন্তু নতুনদের জন্য এই পুরস্কার বিশাল কিছুই। বিশেষ করে শাদাব খান, হাসান আলি, ফখর জামান, ফাহিম আশরাফদের মতো নতুন ক্রিকেটারদের জন্য এই প্রাপ্তি অনেক বড় ব্যাপার। এই টুর্নামেন্টেই অভিষেক হয়েছে ফখর জামান আর ফাহিম আশরাফদের। তাছাড়া হাসান আলিদের ক্রিকেট ক্যারিয়ারও খুব একটা লম্বা নয়। এদের মধ্যে অবশ্য সবচেয়ে বেশি আনন্দ সম্ভবত শাদাব খান। ১৮ বছরের এই তরুণ জীবনের প্রথম সিঁড়িতে পা দিয়েই কোটিপতি বনে গেলেন। কেবল প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পুরস্কারই তো নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দলগতভাবে ২ কোটি ৯০ লাখ রুপি পুরস্কার পাচ্ছেন সরফরাজরা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় পাকিস্তান প্রাইজমানি হিসেবে পেয়েছে ২০ কোটি রুপিরও বেশি। এসব পুরস্কার ছাড়াও পাকিস্তানের অনেক ধনকুবের ব্যক্তিগতভাবে পুরস্কৃত করছেন সরফরাজদের। এরই মধ্যে রিয়েল এস্টেট ব্যবসায়ী রিয়াজ মালিক প্রত্যেক ক্রিকেটারকে ১ লাখ রুপি ও একটি করে প্লট উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। এমন ঘোষণা আরও আসতে পারে বলেই মনে করছেন অনেকে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় পাকিস্তান ক্রিকেটে নতুন জোয়ার এসেছে। দেখা যাক, সরফরাজরা এই জোয়ার ধরে রাখতে পারেন কি না!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর