শুক্রবার, ২৩ জুন, ২০১৭ ০০:০০ টা

ভনের সেরা একাদশে সাকিব

ক্রীড়া প্রতিবেদক

শেষ হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু আলোচনা চলছে এখনো। নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন কারা? এনিয়ে ক্রিকেট বিশ্লেষকরা চুলচেরা বিশ্লেষণ করছেন। নিজেই পছন্দের গড়া সেরা একাদশও তৈরি করছেন কেউ কেউ। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও তৈরি করেছেন সেরা একাদশ। এর আগে বিভিন্ন সেরা একাদশে তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা হলেও ভনের একাদশে তাদের জায়গা হয়নি। ভনের একাদশে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসানই। তবে ইংলিশ সাবেক অধিনায়ক নাসির হোসাইন বলেন, ভনের ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে। সেভাবে তিনি একাদশ সাজিয়েছেন। কিন্তু তামিম ইকবালের নাম না দেখে আমি অবাকই হয়েছি। কারণ আসরে তামিমই ছিলেন অন্যতম সেরা ব্যাটসম্যান। এদিকে ভনের একাদশে রানার্সআপ ভারতের শিখর ধাওয়ান ও রোহিত শর্মা জায়গা পেলেও স্থান হয়নি বিরাট কোহলির। চ্যাম্পিয়ন পাকিস্তানের সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার রয়েছেন একাদশে। সরফরাজই ভনের একাদশের অধিনায়ক। এছাড়া ইংল্যান্ডের রয়েছে তিনজন। ভন উল্লেখ করেছেন এই একাদশ তৈরি করতে তিনি আবেগের আশ্রয় নেননি। যোগ্যতার ভিত্তিতেই তা করা হয়েছে।

মাইকেল ভনের সেরা একাদশ : ফখর জামান, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, জো রুট, সাকিব আল হাসান, সরফরাজ আহমেদ (অধিনায়ক), বেন স্টোক্স, আদিল রশিদ, মোহাম্মদ আমির, হাসান আলী ও জুনাইদ খান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর