শনিবার, ২৪ জুন, ২০১৭ ০০:০০ টা

বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দিল চিলি

ক্রীড়া ডেস্ক

বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দিল চিলি

বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে রুখে দেয়ার নায়ক চিলির অ্যালেক্সিস সানচেজ —এএফপি

অস্ট্রেলিয়া-চিলি ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির জন্য কাজটা সহজ হয়ে যায়। গত বৃহস্পতিবার রাতে জার্মানিকে ১-১ গোলে রুখে দিয়েছে চিলি। এই ড্রয়ে বি গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে চিলি। অবশ্য জার্মানি ও চিলি দুই দলেরই সংগ্রহ ৪ পয়েন্ট করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে চিলি। ফিফা কনফেডারেশন্স কাপে ক্রিস্টিয়ানো রোনালদোই একমাত্র তারকা নন। এখানে আরও অনেকেই আছেন। চিলি যেন তাই প্রমাণ করছে। বিশেষ করে আলেক্সিস সানচেজ আর ভিডালরা কনফেডারেশন্স কাপের অন্যতম ফেবারিট হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। প্রথম ম্যাচে দুর্দান্ত ম্যাচ খেলেছেন সানচেজরা ক্যামেরুনের বিপক্ষে। ২-০ গোলের জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল চিলি। গত বৃহস্পতিবার জার্মানির বিপক্ষেও দুর্দান্ত খেলেছেন সানচেজরা। ম্যাচের ৬ মিনিটেই সানচেজের গোলে এগিয়ে গিয়েছিল চিলি। তবে লারস স্টিন্ডলের গোলে সমতায় ফেরে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। বি গ্রুপ থেকে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে নিল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। সামনের ম্যাচে জার্মানি মুখোমুখি হবে ক্যামেরুনের। অন্যদিকে চিলি খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। জার্মানিকে টপকে সেমিফাইনাল খেলতে হলে ক্যামেরুনকে কমপক্ষে ৩-০ গোলে জিততে হবে। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এমন জয় ক্যামেরুনের জন্য কঠিনই হবে। অন্যদিকে অস্ট্রেলিয়াকেও সেমিফাইনাল খেলতে হলে অন্তত ৩-০ গোলে হারাতে হবে চিলিকে। ল্যাটিনদের বিপক্ষে এমন জয় অস্ট্রেলিয়ার জন্যও কঠিনই হবে। জার্মানি ও চিলির সেমিফাইনাল খেলাটা নিশ্চিতই বলা যায়। এর অর্থই হচ্ছে, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে বেশ কঠিন বাধার মুখে পড়তে হবে। সেমিফাইনালেই পর্তুগালকে চিলি অথবা জার্মানির মুখোমুখি হতে হবে।

এদিকে আজ এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোরা মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের। পর্তুগালের ম্যাচটা সহজই। জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আসবে তাদের সামনে। এমনকি ড্র করলেও সেমিফাইনাল নিশ্চিত রোনালদোদের। অন্যদিকে এ গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হচ্ছে মেক্সিকো-রাশিয়া। স্বাগতিক রাশিয়াকে সেমিফাইনাল খেলতে হলে আজ জয়ের বিকল্প নেই। ড্র করলে মেক্সিকো সেমিফাইনাল খেলার সুযোগ পাবে। যদি পর্তুগাল হেরে যায় নিউজিল্যান্ডের কাছে তবে রাশিয়া ড্র করলেও সেমিফাইনাল খেলার সুযোগ পাবে।

সর্বশেষ খবর