শনিবার, ২৪ জুন, ২০১৭ ০০:০০ টা

ঘরের মাঠে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ : খাজা

ক্রীড়া ডেস্ক

ঘরের মাঠে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ : খাজা

সব সংশয়, সন্দেহ দূর করে দুই টেস্ট সিরিজ খেলতে অবশেষে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। সফরের জন্য এর মধ্যেই একটি দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই দলের অন্যতম সদস্য উসমান খাজা। তার ব্যাটিংয়ের ওপর অনেকটাই নির্ভর করে অস্ট্রেলিয়ার সাফল্য। গত জানুয়ারিতে সর্বশেষ খেলেছেন অস্ট্রেলিয়ার পক্ষে। ফিরছেন বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে। লম্বা বিরতির পর ফের খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত খাজা। তবে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ দেখছেন না। ঘরের মাঠে বাংলাদেশকে ভারতের মতোই কঠিন প্রতিপক্ষ মনে করেন ৩০ বছর বয়স্ক বাঁ হাতি ব্যাটসম্যান।

বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়া সর্বশেষ দুই টেস্ট খেলেছিল ২০০৬ সালে। এরপর অবশ্য ২০১০ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে। এবার ২০১৫ সালের অক্টোবরে সফর করার কথা ছিল। কিন্তু নিরাপত্তার অজুহাতে শেষ মুহূর্তে সফর বাতিল করে। তবে পরবর্তীতে আসার কথা বলেছিল। সেটা মেনেই আগস্ট-সেপ্টেম্বরে খেলতে আসছে অসিরা। ২০০৬ সালে ২-০ ব্যবধানে জিতলেও এবার কঠিন হবে বলেই মনে করছেন উসমান খাজা, ‘নিজেদের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল। ভালো দল, অনেকটা ভারতের মতো। তাদের উইকেটও অনেকটা ভারতের মতো। বাংলাদেশে আগে কখনো যাইনি। সফরটা তাই কঠিন হবে বলেই মনে করি।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ। ইচ্ছা মতো চলাফেরা কঠিন। অস্ট্রেলিয়া থেকে একদম আলাদা। মানুষ মনে করে বাংলাদেশের বিপক্ষে জেতা সহজ হবে। কিন্তু বিষয়টি তেমন সহজ নয়। দেশের মাটিতে তারা খুবই শক্তিশালী দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজ হবে।’

সর্বশেষ খবর