শনিবার, ২৪ জুন, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ পাবে ১২৮ মিলিয়ন ডলার

ক্রীড়া ডেস্ক

বিশ্বের সবচেয়ে ধনী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রিকেটের শাসক সংস্থা আইসিসি সেটা আবার প্রমাণ করল। আইসিসি ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত টেস্ট খেলুড়ে ও সহযোগী দেশগুলোকে যে আর্থিক সহযোগিতা দিচ্ছে, তাতে প্রমাণিত হয়েছে ভারতই সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। বিসিসিআই যে রাজস্ব বরাদ্দ চেয়েছিল, সেটা পুরোপুরি না মানলেও শেষ পর্যন্ত আলোচনা সাপেক্ষে মেনে নেয় আইসিসি। আইসিসির এই মেনে নেওয়ায় ভারতের আয় বেড়েছে প্রায় দ্বিগুণ। কমেছে বাংলাদেশের। আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারত পাবে ৪০৫ মিলিয়ন ডলার। বাংলাদেশ পাবে ১২৮ মিলিয়ন ডলার। অথচ এপ্রিলে আইসিসির সভায় যে প্রস্তাব ছিল, তাতে বাংলাদেশের পাওয়ার কথা ছিল ১৩২ মিলিয়ন ডলার এবং ভারতের ২৯৩ মিলিয়ন ডলার। আইসিসির নতুন সংস্কার অনুযায়ী ভারতকে দেওয়ার কথা ছিল ২৯৩ মিলিয়ন ডলার। কিন্তু সেটা মানেনি বিসিসিআই। তাদের দাবি ছিল ৫৭০ মিলিয়ন ডলার। নিজেদের পক্ষে শক্ত অবস্থানে থেকে বেশ বড় ধাক্কা দেয় ক্রিকেটের শাসক সংস্থাকে। অবশেষে বিসিসিআইয়ের দাবি মেনে নিতে অপরাপর ৭ ক্রিকেট বোর্ডের প্রাপ্তির ওপর ছুরি চালায়। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড. পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার আয়ের ওপর ছুরি চালিয়ে ৪  মিলিয়ন ডলার করে কেটে নেয়। এতেই অতিরিক্ত ১১২ মিলিয়ন ডলার দেয় ভারতকে এবং সাত দেশকে ৪ মিলিয়ন ডলার কম দেওয়ার প্রস্তাব পাস করে আইসিসি। সহযোগী দেশগুলোর জন্য বরাদ্দ ২৮০ মিলিয়ন ডলার। ভারতের জন্য সহযোগী দেশগুলোর বরাদ্দ কমানো হয়েছে ৪০ মিলিয়ন ডলার। ফলে আইসিসি সহযোগী দেশগুলো পাবে ২৪০ মিলিয়ন ডলার।

আইসিসির রাজস্ব বণ্টন (মিলিয়ন ডলার)

দেশ   প্রস্তাবিত      পাবে 

ভারত  ২৯৩  ৪০৫

ইংল্যান্ড ১৪৩  ১৩৯

অস্ট্রেলিয়া     ১৩২  ১২৮

শ্রীলঙ্কা ১৩২  ১২৮

পাকিস্তান     ১৩২  ১২৮

দ. আফ্রিকা   ১৩২  ১২৮

বাংলাদেশ     ১৩২  ১২৮

ও. ইন্ডিজ    ১৩২  ১২৮

নিউজিল্যান্ড    ১৩২  ১২৮

জিম্বাবুয়ে     ৯৪   ৯৪

সহযোগী     ২৮০  ২৪০

সর্বশেষ খবর