রবিবার, ২৫ জুন, ২০১৭ ০০:০০ টা

তারকাদের ভাবনায় ঈদ

ক্রীড়া প্রতিবেদক

তারকাদের ভাবনায় ঈদ

রাস্তার ঝক্কি-ঝামেলা সামলে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে দেশের ক্রীড়াবিদদের অধিকাংশই এখন ঢাকার বাইরে। সবাই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বেশ কিছুদিন আগেই ঢাকা ছেড়েছেন। সেখানে ঈদগাহে নামাজ আদায়, মায়ের হাতে ফিন্নি, সেমাই খাওয়া ছাড়াও বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা মেরে ঈদের সময় পার করার ভাবনা ক্রিকেটার, ফুটবলার, সাতারু, শুটারদের। পাঠকদের জন্য ক্রীড়াবিদদের ঈদ ভাবনা তুলে ধরা হলো-  

এনামুল হক বিজয় বেশ অনেকদিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলছেন না। কিন্তু দেশের ক্রিকেটের পরিচিত মুখ। বরাবরের মতো এবারও তিনি কুষ্টিয়াতে ঈদ করবেন। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের সময়টুকু কাটানোর ইচ্ছা টাইগার ওপেনার বিজয়ের, ‘বাবা, মা, বড় ভাই, ভাবী, ছোট ভাই, ভাতিজা, ভাতিজিদের নিয়েই ঈদের দিনগুলো কাটাব। পাকিস্তানে পিএসএল খেলে দেশে ফেরার সময় সেখান থেকে ঈদের কেনাকাটা করেছি।’

অন্যবারের তুলনায় এবারের ঈদ একটু ভিন্নতা বয়ে আনছে এনামুলের জীবনে, ‘ঈদের খুশি এবার অনেক বেশি ভালো লাগছে। কারণ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রাথমিক তালিকায় ডাক পেয়েছি। বিভিন্ন সিরিজে দলে ডাক পেলেও খেলা হচ্ছিল না। কিন্তু এবার মনে হচ্ছে প্রথমবারের মতো ডাক পেয়েছি জাতীয় দলে। তাই খুব ভালো লাগছে। দেশবাসীকে ঈদ মোবারক।’ 

মোসাদ্দেক হোসেন সৈকতের জন্ম ময়মনসিংহে। চ্যাম্পিয়ন্স ট্রফির দীর্ঘ সফর শেষে এখন ময়মনিসংহে। প্রতিবারের মতো এবারও ঈদ করবেন বাড়িতে, ‘দীর্ঘ সফর শেষে এখন ছুটিতে বাড়িতে। পরিবারের সঙ্গে ঈদ করব ভাবনায় ভালোই লাগছে। পরিবারের সবার জন্য কেনাকাটা করেছি। ঈদের পর যেহেতু ক্যাম্প শুরু হবে। তাই ফিটনেসের দিকেও নজর রাখতে হবে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা।’

নাসির হোসেনের বাড়ি রংপুরে। সব সময়কার মতো এবারও বাড়িতেই মায়ের সঙ্গে ঈদ করবেন নাসির, ‘বরাবরের মতো রংপুরেই ঈদ করব। মা, বাবা, পরিবারের সবার সঙ্গে ঈদ করতে ভালোই লাগে। তবে ঈদের সময় আমার আলাদা কোনো পরিকল্পনা থাকে না। এমনিতেই ঈদের ছুটি কম পাই। তাই যে কয়টা দিন বাড়িতে থাকি, আনন্দ করেই সময় পার করতে চাই। দেশের সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা।’ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ঢাকায় ফিরেই সাব্বির রহমান রুম্মন ছুটে গেছেন রাজশাহী। সেখানেই ঈদ করবেন পরিবারের সঙ্গে, ‘বাবা, মা পরিবারের সবাই থাকেন সেখানে। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মজাই আলাদা। খেলা না থাকলে সবসময়ই রাজশাহীতে ঈদ করি। ওখানেই আমার পরিবার পরিজন থাকেন। বন্ধুরা আছেন। ঈদের ছুটি বেশিদিন পাই না, তাই আনন্দ করে সময় কাটানোর সুযোগ হাতছাড়া করতে চাই না।’ এছাড়া তামিম ইকবাল পরিবারসহ দেশের বাইরে ঈদ করবেন। মাশরাফি বিন মর্তুজা নড়াইলে, তাসকিন আহমেদ ঢাকায়, কামরুল ইসলাম রাব্বি বরিশালে ঈদ করবেন পরিবারের সঙ্গে।

ফুটবলারদের মধ্যে জাহিদ হোসেন ঈদ করবেন টাঙ্গাইলের ঘাটাইলে। সেখানে ঈদ করবেন পরিবারের সঙ্গে, ‘আমার জন্ম ঘাটাইলে। প্রতিবারের মতো এবারও সেখানেই ঈদ করব। আনন্দের পাশপাশি এবার কষ্টও থাকছে ঈদে। এই প্রথম বাবাকে ছাড়া ঈদ করছি। ভীষণ খারাপ লাগছে।’ ফুটবলার মান্নাফ রাব্বি জন্মস্থান যশোরে ঈদ করবেন, ‘সবসময় ইচ্ছা থাকে পরিবারের সঙ্গে ঈদ করার। কিন্তু খেলোয়াড়ি জীবনে তা হয়ে ওঠে না। এবার বাবা-মা, ভাই, বোন, ভাগিনাকে নিয়ে আনন্দে ঈদ করব। জাতীয় দলের ক্যাম্পে ব্যস্ত থাকায় নিজের জন্য এখনো কেনাকাটার সুযোগ হয়নি। তবে পরিবারের কেনাকাটা শেষ। ঈদে বিশেষ কোনো পরিকল্পনা নেই। পরিবারের পাশাপাশি বন্ধু-বান্ধবদের নিয়ে এদিক-সেদিক ঘুরব।’ হ্যান্ডবল খেলোয়াড় ডালিয়া আক্তার এবার ঈদ করছেন মাদারীপুরে, ‘ঈদ করতে আমি এখন মাদারীপুরে। বাবা-মা নেই। ভাই, বোন, ভাবী, ভাতিজা, ভাতিজিদের সঙ্গেই ঈদ উৎসব করব।’ ভলিবল খেলোয়াড় লিঙ্কন পরিবারের সবার সঙ্গে ঈদ করতে এখন নড়াইলে, ‘সারা বছর ঢাকাতেই থাকি। কিন্তু বরাবরের মতো ঈদ বাড়িতেই করি। গ্রামের বাড়ি মিঠাপুরে বাবা-মায়ের সঙ্গে ঈদ করার আনন্দই আলাদা।’ হকি খেলোয়াড় মইনুল ইসলাম কৌশিক ঈদ করবেন ফরিদপুরের কোমলপুরে। মহিলা শুটার শারমিন আশা ঈদ করবেন নারায়ণগঞ্জে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর