রবিবার, ২৫ জুন, ২০১৭ ০০:০০ টা

ত্রিশ পেরিয়ে একত্রিশে পা মেসির

ক্রীড়া প্রতিবেদক

ত্রিশ পেরিয়ে একত্রিশে পা মেসির

পেলে, গারিঞ্চা, ফ্রাঙ্ক পুশকাশ, ফ্রাঙ্ক বেকেনবাওয়ার, গার্ড মুলার, ইয়োহান ক্রুইফ, ম্যারাডোনা, মারিও কেম্পেস-এমন আরও বহু ফুটবলার আছেন। যারা ফুটবল ক্যারিয়ারেই ছিলেন জীবন্ত কিংবদন্তি। তাদের পথ ধরে হেঁটেছেন রোনাল্ডো, রোনালদিনহো, মিশেল প্লাটিনিরা। এখন বিশ্ব ফুটবল মাতাচ্ছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দুই ফুটবলারের জাদুতে মোহিত ফুটবলবিশ্ব। মুগ্ধতার চোখে দুজনের ফুটবল জাদু দেখে ঘুমাতে যান ফুটবলপ্রেমীরা। ঘুম ভেঙ্গে অধীর অপেক্ষায় থাকেন দুজনের ফুটবলশৈলী দেখতে। বিশেষ করে মেসি, এখন ফুটবল জাদুকর। আর্জেন্টিনাসহ বার্সেলোনার প্রাণভোমরা। মেসি মানেই এখন ফুটবল, মেসি মানেই এখন ফুটবল শিল্প, মেসি মানেই এখন বার্সেলোনা, মেসি মানেই এখন আর্জেন্টিনা। বর্তমান ফুটবল বিশ্বের জীবন্ত কিংবদন্তি গতকাল ৩০ পেরিয়ে ৩১ বছরে পা রেখেছেন। ১৯৮৭ সালে পৃথিবী আলোকিত করে আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন লিওনেল মেসি। যদিও মেসির আদিনিবাস ইতালির অ্যাকোনা শহর। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তিরা আবার চার ভাই-বোন। তিন ভাইয়ের একমাত্র বোন মারিয়া সল এবং দুই ভাইয়ের নাম রদ্রিগো ও মাতিয়াস। মেসির জন্মদিনে ক্লাব আর্জেন্টিনা শুভেচ্ছা জানিয়েছে। ইউয়েফা আলাদাভাবে ছবিসহ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। সারা বিশ্বের ফুটবলাররা অভিনন্দন জানিয়েছেন টুইটারে। নাজমা নামে একজন লিখেছেন, ‘৩০ বছর, ৩০টি ট্রফি। শুভ জন্মদিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার’।

সর্বশেষ খবর