রবিবার, ২৫ জুন, ২০১৭ ০০:০০ টা

রোনালদোকে প্রয়োজন নেই রিয়ালের!

ক্রীড়া ডেস্ক

রোনালদোকে প্রয়োজন নেই রিয়ালের!

ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। টানা দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন তিনি। তাছাড়া দীর্ঘদিন পর লা লিগা জয়েও ভূমিকা রেখেছেন। রোনালদোর অবদান রিয়াল মাদ্রিদের কেউ অস্বীকার করতে পারে না। ক্লাবের ইতিহাসে তিনি অন্যতম সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি পাবেন নিঃসন্দেহে। কিন্তু কর ফাঁকির অভিযোগ উঠতেই কেমন যেন সব বদলে যেতে লাগল। রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট রোনালদোর পক্ষে দাঁড়িয়েছেন। ক্লাবও তার পক্ষেই। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ক্ষেপেছেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠতেই স্প্যানিশ মিডিয়া জানিয়েছিল, তিনি নাকি স্পেন ছেড়ে যাওয়ার কথা ভাবছেন। এই নিয়ে বেশ কিছুদিন গুঞ্জনও শোনা গেছে। রোনালদোকে ক্লাবে ধরে রাখতে অনেক চেষ্টা করছে রিয়াল মাদ্রিদ। এর মধ্যেই রিয়াল মাদ্রিদের সাবেক পর্তুগিজ তারকা লুইস ফিগো বলে বসলেন, ‘আমার মতে, শুধু ক্রিস্টিয়ানো রোনালদো নয়, দলে কেউই অপরিহার্য নয়। ক্লাবগুলো কারও উপর নির্ভর করতে পারে না। এই ক্লাবগুলোর ইতিহাস সবার উপরে। এমনকি সভাপতি বা যে কারও উপরে।’ রোনালদোর স্বদেশিই বলছেন, রিয়াল মাদ্রিদে রোনালদোর গুরুত্ব অতটা নেই! কিন্তু সত্যিটা হচ্ছে রোনালদোকে ছাড়া রিয়াল মাদ্রিদ এখন নখ-দন্তহীন সর্পে পরিণত হবে।

সর্বশেষ খবর