বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

যে টুর্নামেন্টের কথা বিসিবিও জানে না!

বিসিবি পরিচালক ও মিডিয়া চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল তেমনটাই জানান। দলটি সম্পর্কে কোনো কিছু জানে না বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

যে টুর্নামেন্টের কথা বিসিবিও জানে না!

জালাল ইউনুস

টি-২০ ক্রিকেটের রমরমা বাজারে সম্পৃক্ত হয়েছে নেপাল। সেখানে এশিয়ান প্রিমিয়ার লিগ (এপিএল) নামে একটি টুর্নামেন্ট হচ্ছে। ‘হিমালয় দুহিতা’ নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নিচ্ছে ‘বাংলাদেশ টাইগার্স’ নামে একটি দল। এ নিয়ে দেশের ক্রিকেটামোদীদের ব্যাপক আগ্রহ। কোন কোন ক্রিকেটার খেলছেন টুর্নামেন্টে, সেটা জানতে চেষ্টার কমতি নেই কারও। কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। কারণ দলটি বিসিবি পাঠায়নি। এমনকি বিসিবির থেকে কোনো অনুমতিও নেয়নি। বিসিবি পরিচালক ও মিডিয়া চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল তেমনটাই জানান। দলটি সম্পর্কে কোনো কিছু জানে না বিসিবি। এছাড়া দলটির বিপক্ষে আইনি লড়াইয়ে যাবে জানান জালাল ইউনুস। ঈদের দিন ত্রিভুবন আন্তর্জাতিক স্টেডিয়ামে ইন্ডিয়ান স্টার্সকে ৭ রানে হারায় বাংলাদেশ টাইগার্স। এরপর থেকেই দলটি নিয়ে তুমুল আগ্রহের শুরু। কিন্তু দলটির ক্রিকেটারদের কেউই যে বাংলাদেশের নয়, খোঁজ নিয়ে জানা গেছে। টুর্নামেন্টটির আয়োজক নেপাল স্পোর্টস কাউন্সিল (এনএসসি) এবং ভারতীয় একটি স্পোর্টস কোম্পানি ‘আল্টিমেট স্পোর্টস ম্যানেজমেন্ট’ (ইউএসএম)। টুর্নামেন্ট শুরু হয়েছে ১৯ জুন এবং শেষ ৪ জুলাই। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৬টি দল- বাংলাদেশ টাইগার্স, আফগানিস্তান বুলস, দুবাই ওয়ারিয়র্স, ইন্ডিয়ান স্টার্স, নেপাল স্টোর্মও এবং শ্রীলঙ্কান লায়ন্স। টুর্নামেন্টটি আইসিসির অনুমতি সাপেক্ষে হচ্ছে না বলেন জালাল ইউনুস, ‘আইসিসি জানিয়েছে টুর্নামেন্টটি কোনো অনুমতি পায়নি।’ আর টুর্নামেন্টে দলটির অংশগ্রহণ প্রসঙ্গে বিসিবি পরিচালক বলেন, ‘আয়োজকদের কোনো অধিকার নেই বাংলাদেশ টাইগার্স নাম ব্যবহার করার। এটা যেহেতু আইসিসির কোনো টুর্নামেন্ট নয়, এছাড়া বিসিবির কোনো অনুমতিও নেয়নি। এটা সম্পূর্ণ বেআইনি। আমরা ইতিমধ্যেই আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলেছি পদক্ষেপ নেওয়ার জন্য।’ যদি কোনো ব্যক্তির প্ররোচনায় এমনটি হয়ে থাকে, সে যদি এ দেশের নাগরিক হয়, তাহলে বিসিবি সেই ব্যক্তির সমস্ত কার্যক্রম আজীবনের জন্য স্থগিত করবে বলেন জালাল ইউনুস, ‘যদি কোনো ব্যক্তিগত স্বার্থে এটা করে থাকে, তাহলে বিসিবি সংশ্লিষ্ট সবধরনের কার্যক্রমে ওই ব্যক্তিকে আজীবন নিষিদ্ধ করা হবে।’ টাইগার্স দলটিতে খেলা ক্রিকেটাররা হলেন আল আমিন হোসেন, হাসিব আমজাদ, সাগির উল হাসান, আনোয়ার হোসেন, প্রভাত নুওয়ান সুশান্থ কুলাথিকা, অঙ্কু দুবে, ভিরাজ লাকুরুয়ান, নাভিন পুনিয়া, মোহাম্মদ করিম, পবন কুমার, কাজী জিশান আহমেদ, সানজোগ বিঙ্কার, ভিকি চৌহান, করণ গুপ্ত, চন্দন শর্মা, শঙ্কত সাহু ও তওকির রিয়াসাত। এদের কেউই বাংলাদেশের রেজিস্টার্ড ক্রিকেটার নন। সবাই ভারতীয় কিংবা পাকিস্তান অথবা শ্রীলঙ্কান। সনি সিক্সে টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। চ্যাম্পিয়ন প্রাইজমানি ২৫ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ১০ লাখ টাকা। ২০০৮-০৯ মৌসুমে ঢাকা ওয়ারিয়র্স নামে একটি দল বিসিবির অনুমতি ছাড়া ভারতের বিতর্কিত আইসিএলে অংশ নিয়েছিল। দলটিতে খেলা সব ক্রিকেটারকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছিল বিসিবি। যদিও পরবর্তীতে সে সব ক্রিকেটারকে ক্ষমা করে দিয়েছিল বিসিবি।   

সর্বশেষ খবর