বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

প্রাণে বাঁচলেন ক্রিকেটার রাজ্জাক

ক্রীড়া প্রতিবেদক

প্রাণে বাঁচলেন ক্রিকেটার রাজ্জাক

ক্রিকেটার আবদুর রাজ্জাকের দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার (ইনসেটে রাজ্জাক) —বাংলাদেশ প্রতিদিন

‘আল্লাহ নিজ হাতে আমাকে, আমার পরিবারকে বাঁচিয়েছেন। আল্লাহ মহান। পরিবারের কেউ সিরিয়াসলি আহত হননি। গাড়ি থেকে বের করার সময় ছেলের একটু চামড়া ছিড়ে গেছে।’ গতকাল সেলফোনে নিজের এবং পরিবারের সুস্থতা নিশ্চিত করতে যেয়ে এমনটাই বললেন জাতীয় দলের সাবেক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ক্রিকেটার  আব্দুর রাজ্জাক রাজ। আব্দুর রাজ্জাক ঈদের পরের দিন মঙ্গলবার সড়ক দুর্ঘটনার শিকার হয়ে অল্পের জন্য পরিবারসহ বেঁচে গেছেন।

গত পরশু বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ধুসর নামক স্থানে তার প্রাইভেটকারের চাকা পাংচার হলে দুর্ঘটনার শিকার হন। গাড়িটি রাস্তার পাশে গাছের সঙ্গে আটকে যায়। ফলে ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে যান। এই বিষয়ে রাজ্জাক বলেন, ‘আমাদের নিয়ে যদি গাড়িটি খালে পড়ে যেত, তাহলে আমাদের বেঁচে থাকার কোনো সুযোগ থাকত না। কিন্তু আল্লাহ চেয়েছেন বলেই রাস্তার পাশে গাছের সঙ্গে আটকে যায় গাড়িটি। তাই বেঁচে গেছি।’ যদিও গাড়িটি পরে পাশের খালে পড়ে যায়। বাগেরহাটের ফকিরহাটের নিজ বাড়িতে ঈদ উদযাপন করে স্ত্রী, সন্তান, বোন ও বোনের দুই সন্তানসহ একটি প্রাইভেটকারে করে তিনি ঢাকায় ফিরছিলেন। ধুসর নামক স্থানে পৌঁছার পর গাড়ির চাকা পাংচার হয়ে যায়। ফলে দুর্ঘটনাটি ঘটে।’

সর্বশেষ খবর