রবিবার, ২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সমস্যা কাটেনি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের

ক্রীড়া ডেস্ক

সমস্যা কাটেনি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের

অনেকেই ভেবেছিলেন শেষ দিন হয়তো ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ডেভিড স্মিথদের সমঝোতা হয়ে যাবে। কিন্তু নিজেদের অবস্থান থেকে এক চুল পরিমাণ সরেননি ক্রিকেটাররা। আবার নিজ অবস্থানেই অনড় থাকে ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই পক্ষের শক্ত অবস্থানের কারণে শেষ পর্যন্ত বেকার জীবন বেছে নিতে হলো স্মিথদের। শুধু অস্ট্রেলিয়ান জাতীয় দলের নয়, সে দেশের প্রায় ২৩০ ক্রিকেটার এখন বেকার। এমন ঘোর সংকটের ধাক্কা কবে সমাধান হবে, সেটা কেউই বলতে পারছেন না। এই জটিল সমস্যার বেড়াজালে পড়েছে দেশটির ক্রিকেট। আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা দেশটির। দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা দেশটির ‘এ’ দলের। এরপর ভারত সফর ও অ্যাসেজ। সব মিলিয়েই অন্ধকারের হাতছানি!

এতদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার আয়ের ২৫ শতাংশ পেত দেশটির ২৩০ ক্রিকেটার। সেটা বহাল রাখার কথা বলে আসছিল ক্রিকেটারদের সংগঠনটি। কিন্তু সিএ-এর নতুন সভাপতি সেটা মানতে রাজি নন। তিনি কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপও মানছেন না। বোর্ড চাচ্ছে লভ্যাংশের ২০ শতাংশ অর্থ শুধু কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে বিতরণ করতে। কিন্তু ক্রিকেটারদের সংগঠন এটা মানতে চাচ্ছে না। তাই এই সমস্যার সৃষ্টি। বোর্ডের ব্যাখ্যা, ঘরোয়া ক্রিকেটাররা বোর্ডের আয়ে কোনো অবদান রাখে না। তাই তারা লভ্যাংশের কোনো অর্থ পেতে পারে না। ঘরোয়া ক্রিকেটারদের বাদ দিয়ে লভ্যাংশের টাকা সরাসরি তৃণমূল পর্যায়ে খরচ করতে চাচ্ছে সিএ। স্মিথদের আপত্তি সেখানেই। তাদের মতে এটা ক্রিকেটারদের জন্য অপমানজনক।

সর্বশেষ খবর