রবিবার, ২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

যুব ইউরোর শিরোপা জার্মানির

ক্রীড়া ডেস্ক

কনফেডারেশন কাপের শিরোপা জিততে আজ সেন্ট পিটার্সবার্গে নামছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রতিপক্ষ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। কনফেডারেশন কাপের ফাইনালে নামার আগে সিনিয়র দলকে দারুণ এক উজ্জীবনী সুধা উপহার দিল জুনিয়ররা। ইউরো অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে জার্মানি যুব দল। ইউরো যুব ফুটবলের ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে জার্মানির যুবারা ১-০ গোলে হারিয়েছে স্পেনকে। শিরোপা জেতা জার্মানির একমাত্র গোলটি করেন মিচেল ভাইজার। এর আগে ২০০৯ সালে প্রথমবার শিরোপা জিতেছিল জার্মানি। পোল্যান্ডের ক্রাকোভিয়া স্টেডিয়ামে শুক্রবার প্রথমার্ধের ৪০ মিনিটের ম্যাচের একমাত্র গোলটি করেন ভাইজার হেডে। অনূর্ধ্ব-২১ দলের উইলিয়ান ড্রাক্সলার, টিমো ভার্নারের মতো তারকারা খেলছেন কনফেডারেশন কাপে।

সর্বশেষ খবর