সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ফেদেরার নাদালের চোখ ট্রফিতে

ক্রীড়া ডেস্ক

ফেদেরার নাদালের চোখ ট্রফিতে

রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। উইম্বলডনের দুই ফেবারিট

বছরের তৃতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট উইম্বলডন শুরু হচ্ছে আজ থেকে। অল ইংল্যান্ড টেনিস ক্লাবের বর্তমান চ্যাম্পিয়ন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। গতবার তিনি কানাডিয়ান তারকা মিলস রাউনিচকে হারিয়েছিলেন ফাইনালে। কিন্তু অ্যান্ডি মারের সাম্প্রতিক পারফরম্যান্স ব্রিটিশ টেনিস ভক্তদের হতাশই করে তুলেছে। অস্ট্রেলিয়া ওপেনে শীর্ষ বাছাই হিসেবে খেলতে নেমে তিনি চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন। ফ্রেঞ্চ ওপেনে অবশ্য সেমিফাইনাল খেলেছেন। উইম্বলডনে কী করতে যাচ্ছেন অ্যান্ডি মারে! এটা অবশ্য সময়ই বলবে। তবে অল ইংল্যান্ড টেনিস ক্লাবে ফেবারিটের তালিকায় সবার উপরে আছেন সদ্য ফ্রেঞ্চ ওপেনজয়ী স্প্যানিয়ার্ড রাফায়েল নাদাল এবং সুইস কিংবদন্তি রজার ফেদেরার। দুজনই এবার জয় করতে চান উইম্বলডন। ফেদেরার জিতলে এটা তার রেকর্ড অষ্টম হবে উইম্বলডনে। আর নাদালের হবে তৃতীয়। দীর্ঘ বিরতির পর টেনিস কোর্টে ফিরেছেন রজার ফেদেরার। তবে ৩৬ বছর বয়সী সুইস তারকা যেন সেই পুরনো ছন্দেই আছেন। স্টুটগার্টে হেরে গেলেও তিনি জয় করেছেন হল ওপেন। উইম্বলডন শুরুর আগে আত্মবিশ্বাসী ফেদেরার বলছেন, ‘আমি উইম্বলডনে প্রতিপক্ষদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই না। বরং প্রতিটা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চাই। আক্রমণাত্মক টেনিস খেলতে চাই। এজন্য অবশ্যই আমাকে গতিসম্পন্ন হতে হবে। সিদ্ধান্ত নিতে হবে দ্রুত।’ নিজের উপর আত্মবিশ্বাস থাকলেও ফেদেরার প্রতিপক্ষদের প্রতিও পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করছেন। তিনি বলেন, ‘যদি অ্যান্ডি মারে শতভাগ খেলতে পারে তবে সেই হবে শীর্ষ ফেবারিট। একথা জকোভিচ এবং নাদালের জন্যও সত্য।’ এদিকে নাদাল বলছেন, প্রথমদিকের ধাক্কাটা সামলে নিতে পারলে তিনিই উইম্বলডন জিততে পারেন। তিনি বলেন, ‘যদি আমি শুরুটা ভালো করতে পারি তবে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে পারব।’ তবে গোড়ালির ব্যথা নিয়েও চিন্তিত নাদাল। ৩১ বছর বয়সী তারকার মতে, গোড়ালিতে ব্যথা দেখা দিলে উইম্বলডনে খেলাটাই অসম্ভব হয়ে যাবে তার জন্য। দেখা যাক, বছরের তৃতীয় গ্র্যান্ডস্লামে চ্যাম্পিয়ন হয় কে! আজ প্রথমদিনে শীর্ষ বাছাই অ্যান্ডি মারে রাশিয়ার বুবলিকের মুখোমুখি হচ্ছেন। এছাড়াও নাদাল মুখোমুখি হচ্ছেন অস্ট্রেলিয়ার মিলিম্যানের। মেয়েদের এককে শীর্ষ বাছাই জামান তরুণী অ্যাঞ্জেলিক কারবার যুক্তরাষ্ট্রের ফ্যালকনির মুখোমুখি হচ্ছেন।

সর্বশেষ খবর