বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

তিন ফরম্যাটেই অধিনায়ক সরফরাজ

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়নের পর গুঞ্জন উঠেছিল সরফরাজ আহমেদকে পাকিস্তান দলের টেস্ট ও টি-২০-তে অধিনায়ক করা হবে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্য হলো। সরফরাজের যোগ্য নেতৃত্বে দুর্বল দল নিয়েও পাকিস্তান ফাইনালে ভারতকে শোচনীয়ভাবে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে তিন ফরম্যাটেই তাকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে। ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের পর টি-২০-তে অধিনায়ক হন সরফরাজ। এ বছর ফেব্রুয়ারিতে আজহার আলীকে সরিয়ে তাকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়।

সর্বশেষ খবর