শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশে অস্ট্রেলিয়ার সফর অনিশ্চিত

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশে অস্ট্রেলিয়ার সফর অনিশ্চিত

‘অস্ট্রেলিয়ার ক্রিকেটার’ এবং ‘ক্রিকেট বোর্ড’ —দুই পক্ষই শক্ত অবস্থানে! চুক্তির ব্যাপারে এখনো ক্রিকেট বোর্ড তাদের শর্ত শিথিল করেনি। তাই বাধ্য হয়েই অস্ট্রেলিয়ার ‘এ’ দলের ক্রিকেটাররা তাদের দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত করেছে।

গতকাল ব্রিজবেনে অনুশীলন ক্যাম্পে এই সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার ‘এ’ দলের ক্রিকেটাররা। অবশ্য ক্রিকেটাররা আগেই জানিয়ে রেখেছিলেন, তারা অনুশীলন করবেন কিন্তু সমঝোতা না হলে তারা সফর স্থগিত করবেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অ্যালেস্টার নিকলসন বলেন, ‘বিরোধ সমাধানে যেহেতু কোনো অগ্রগতি হয়নি, অস্ট্রেলিয়া ‘এ’ দলের ক্রিকেটাররা তাই গভীর হতাশা নিয়ে জানাচ্ছেন, তারা দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন না। দুইশর বেশি ক্রিকেটার (২৩০) এখন চাকরিবিহীন। তাদের সমর্থনে গত রবিবার নির্বাহী কমিটির সভা হয়েছিল। সেই সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে ক্রিকেটারদের এমন সিদ্ধান্তে হতাশ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এক মুখপাত্রের দাবি, তারা এই সফরের অর্থ তৃণমূল ক্রিকেটে ব্যয় করতো। তিনি ক্রিকেটারদের নিজেদের অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তবে বোর্ড নিজেদের অবস্থান থেকে কোনো রকম ছাড় দিতে রাজি নয়।

তাদের এই কঠোর অবস্থান বাংলাদেশের জন্যও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা আগামী আগস্টে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। যদি এই সময়ের মধ্যে কোনো সমঝোতা না হয় তবে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর সংশয়ের মধ্যে পড়ে যাবে। তবে এ নিয়ে এখনই নেতিবাচক কিছু ভাবছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘এখনো অনেক সময় বাকি। তাই নেতিবাচক কিছু আমরা ভাবছি না। আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিচ্ছি। তবে আশাবাদী, এর আগেই ঝামেলা মিটে যাবে এবং যথা সময়েই অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে।’

২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। কিন্তু তখন নিরাপত্তার অজুুহাত দেখিয়ে সফর স্থগিত করেছিল। আর এবার তাদের বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্বের কারণে সফরটি নিয়ে তৈরি হয়েছে সংশয়। এই সফরে অস্ট্রেলিয়া বাংলাদেশে না আসলে আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। যদি শেষ পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া সফরটি স্থগিত করে সেক্ষেত্রে বিসিবির কোনো ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আছে কিনা? এমন প্রশ্নে নিজামুদ্দীন চৌধুরী বলেন, ‘আর্থিক ক্ষতি নিয়ে কোনো কিছু ভাবছি না। বড় ক্ষতি হবে ইমেজের। তবে এ ব্যাপারে এতো আগেই কোনো মন্তব্য করা ঠিক হবে না। সময় আসুক, পরিস্থিতি কি হয় তখন দেখা যাবে।’

সর্বশেষ খবর