শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নাদাল-মারে তৃতীয় রাউন্ডে

ক্রীড়া ডেস্ক

নাদাল-মারে তৃতীয় রাউন্ডে

সর্বকালের সেরা মহিলা টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস, স্টেফি গ্রাফ, মার্টিনা নাভ্রাতিলোভা, ক্রিস এভার্ট না মার্গারেটা কোর্ট? এ নিয়ে টেনিস মহলে বিতর্ক রয়েছে। যদি গ্রান্ডস্লামের হিসাব করা হয়, তাহলে এগিয়ে থাকবেন সেরেনা উইলিয়ামস। কিন্তু টেনিসের ‘ব্যাড বয়’ খ্যাত জন ম্যাকেনরো কোনোভাবেই মানতে রাজি নন সেরেনার শ্রেষ্ঠত্ব। এ নিয়ে একটি মন্তব্য করেছেন উইম্বলডন টেনিস শুরুর আগে। তাতেই বাজার গরম হয়ে গেছে। সন্তান জন্ম দিবেন বলে ২৩টি গ্রান্ডস্লাম জয়ী সেরেনা অংশ নিচ্ছেন না উইম্বলডনের চলতি আসরে। নিষেধাজ্ঞা থেকে ফিরে আসার পরও ওয়াইল্ড কার্ড না পাওয়ায় সুযোগ পাননি মারিয়া শারাপোভা। দুই তারকা মহিলা টেনিস খেলোযাড়কে ছাড়াই চলছে সবচেয়ে অভিজাত টেনিস টুর্নামেন্ট উইম্বলডন। এই দুই মহিলা খেলোয়াড় না থাকলেও পুরুষ বিভাগে রয়েছেন সব তারকা। তারকাদের উপস্থিতিতে পুরুষ বিভাগের তৃতীয় রাউন্ডে উঠেছেন বিশ্বের সাবেক শীর্ষ খেলোয়াড় স্পেনের রাফায়েল নাদাল, গ্রেট ব্রিটেনের এন্ডি মারে, স্পেনের ডেভিড ফেরার। মহিলা বিভাগের তৃতীয় রাউন্ডে জায়গা নিয়েছেন ৭ নম্বর বাছাই রাশিয়ার সভেতলানা কুজনেতশোভা, ২৪ নম্বর বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো ভান্ডেভেগে।  নাদাল ২০১১ সালের পর এই প্রথম উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠলেন। বিশ্বের ৪৩ নম্বর খেলোয়াড় মার্কিন যুক্তরাষ্ট্রের ডোল্ড ইয়াংকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছেন। কিন্তু জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে। স্পেনিশ তারকা প্রথম সেট জিতেছেন সহজেই ৬-৪ ও ৬-২ গেমে। তৃতীয় সেটে এক পর্যায়ে ৫-৫ হয়। এরপর টানা দুটি গেম জিতে ম্যাচ জিতে নেন নাদাল ৭-৫ সেটে। চতুর্থ রাউন্ডে নাদালের প্রতিপক্ষ রাশিয়ার কারান খাচানোভা। ব্রিটিশ তারকা মারে জিতেছেন তার বহুদিনকার প্রতিদ্বন্দ্বী ডাস্টিন ব্রাউনের বিপক্ষে। মারে তৃতীয় রাউন্ডে উঠতে হারিয়েছেন ব্রাউনকে ৬-৩, ৬-৩ ও ৬-২ গোমে। চতুর্থ রাউন্ডে ব্রিটিশ তারকার প্রতিপক্ষ ইতালির ফাবিও ফোবিনি। স্পেনের আরেক তারকা ডেভিড ফেরার দ্বিতীয় রাউন্ডে হারিয়েছেন বেলজিয়ামের ডারসিসকে। বেলিজিয়ামের ডারসিস প্রথম সেটে ৩-০ ব্যবধানে পিছিয়ে থাকার পর আহত হয়ে নাম প্রত্যাহার করেন। মহিলা এককে রাশিয়ার কুজনেতশোভা সরাসরি হারিয়েছেন স্বদেশি একতারিনা মাকারোভাবে ৬-০ ও ৭-৫ সেটে। মার্কিন সুন্দরী কোকো সরাসরি ৬-৪ ও ৬-২ গেমে হারিয়েছেন তাতটানা মালেককে। কোর্টে অখেলোয়াড়োচিত আচরণের জন্য বার্নার্ড টমিক ও ডানিয়েল মেদভেডেভকে আর্থিক জরিমানা করেছে অল ইংল্যান্ড ক্লাব। টমিককে ১৫ হাজার ইউএস ডলার ও মেদভেদেভকে ১৪ হাজার ৫০০ ইউএস ডলার জরিমানা করেছে।

সর্বশেষ খবর