শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নাজমুলের সেঞ্চুরিতে এইচপির বড় জয়

ক্রীড়া প্রতিবেদক

নাজমুলের সেঞ্চুরিতে এইচপির বড় জয়

প্রথম ম্যাচে বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) স্কোয়াড জিতেছিল ১ উইকেটে। গতকাল ডারউইনে স্থানীয় নর্দার্ন টেরিটরি একাদশের বিপক্ষে ৭০ রানের বড় জয় পায় এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্তরা। আগের ম্যাচে শূন্য রান করা একটি মাত্র টেস্ট খেলা নাজমুল শান্ত সেঞ্চুরি করেন।

প্রথমে ব্যাট করে এইচপি ৫০ ওভারে ৩১৩ রান করে। জাতীয় দলে ফিরতে মরিয়া ওপেনার বিজয় খেলেন ৫৮ রানের ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা নাজমুল হোসেন শান্ত খেলেন ১০১ রানের ইনিংস। প্রথমবারের মতো খেলতে নামা ইরফান শুক্কুরের ব্যাট থেকে বেরোয় ৬০ রানের ইনিংস। ৩১৪ রানের টার্গেটে খেলতে নেমে স্বাগতিক এনটি আমন্ত্রিত একাদশ অলআউট হয় ৪৫.৩ ওভারে ২৪৩ রানে। সিমিং অলরাউন্ডার সাইফ উদ্দীন ছিলেন সফল বোলার। ৩৬ রানে নেন ৪ উইকেট। এইচপির দ্রুতগতির ফাস্ট বোলার এবাদত হোসেন নেন ৩৫ রানে ২ উইকেট। প্রথম ওয়ানডেতে ১৮৯ রান টপকাতে ঘাম ঝরাতে হয়েছিল এইচপিকে। জিতেছিল তানভির হায়দারের অপরাজিত ৫১ রানের ইনিংসে ভর করে। এইচপি ৫টি ওয়ানডে খেলতে এখন অস্ট্রেলিয়ার ডারউইনে অবস্থান করছে। সফরকালে একটি তিনদিনের ম্যাচও খেলবে। এইচপিতে রয়েছেন জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন লিটন দাস, আবুল হাসান রাজু, এনামুল হক বিজয়, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, তানভির হায়দার। বিসিবি এইচপিকে পাঠিয়েছে ভবিষ্যতে জাতীয দলের পাইপলাইন ঠিক রাখতে।

বিসিবি এইচপি : ৩১৩/৭, ৫০ ওভার (এনামুল হক বিজয় ৫৮, নাজমুল হোসেন শান্ত ১০১, ইরফান শুক্কুর ৬০)।

নর্দার্ন টেরিটরি একাদশ : ২৪৩/১০, ৪৫.৩ ওভার (সাইফ উদ্দীন ৪/৩৬, এবাদত হোসেন ২/৩৫)।

ফল : এইচপি ৭০ রানে জয়ী

সর্বশেষ খবর