শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা
ফিফা র‌্যাঙ্কিং

কোথায় ভারত কোথায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

কোথায় ভারত কোথায় বাংলাদেশ

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান উন্নতি হয়েছে। গত মার্চে প্রকাশিত বাংলাদেশের অবস্থান ছিল ১৯৩। তিন মাস পর গতকাল প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ১৯০-এ উঠে এসেছে বাংলাদেশ। এনিয়ে হয়তো বাফুফে কর্মকর্তারা তৃপ্তির ঢেঁকুর তুলতে পারেন। এমন কি সংবাদ সম্মেলন করে সভাপতি কাজী সালাউদ্দিন বলেও ফেলতে পারেন এটা আমাদের সফলতা। বাফুফে যাই বলুক না কেন এ নিয়ে স্বস্তি পাওয়ার কিছু নেই। প্রতিবেশী দেশ ভারতের অবস্থান দেখলেই বোঝা যাবে বাংলাদেশ কতটা করুণ হালে আছে। ভারত এখন বিশ্ব ফুটবলে ৯৬তম দল। বাংলাদেশ সেখানে কিনা ভারতের চেয়েও প্রায় ১০০ ধাপ পিছিয়ে আছে। এশিয়ান ফুটবলে ভারতের অবস্থান এখন ১২ নম্বরে। অথচ বেশিদিনের কথাও নয়। ২০১৫ সালে ভারতের র‌্যাঙ্কিং যখন ১৭১তম স্থানে। তখনো বাংলাদেশ ১৪ ধাপ এগিয়ে ছিল। ফুটবলের প্রতি কর্মকর্তারা মনোযোগী হওয়ায় ভারত এখন কোথায় আর বাংলাদেশ কতটা পিছিয়ে গেছে। দক্ষিণ এশিয়া দলের মধ্যে বাংলাদেশ শুধু শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়ে এগিয়ে। কল্পনা করা যায় বিশ্ব ফুটবলে যে ভুটানকে কেউ গণনার মধ্যে ধরতো না। তারা কিনা এখন বাংলাদেশের চেয়ে অনেক ধাপ এগিয়ে। ১৬৬তম অবস্থানে তারা রয়েছে। মালদ্বীপ ১৪২, আফগানিস্তান ১৫৫ ও নেপালের অবস্থান ১৭০ নম্বরে। ফিফা র‌্যাঙ্কিংয়ে এশিয়ার মধ্যে ইরান সবার চেয়ে এগিয়ে। তারা এখন বিশ্বের ২৩তম দল। এটাই র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থান ইরানের। কনফেডারেশনস কাপে শিরোপা জিতে ব্রাজিলকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। টপটেনে আছে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, সুইজারল্যান্ড, পোল্যান্ড, চিলি, কলম্বিয়া, ফ্রান্স ও বেলজিয়াম।

সর্বশেষ খবর