শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ভারতের দরকার ২০৬ রান

ক্রীড়া ডেস্ক

ভারতের দরকার ২০৬ রান

লর্ডস টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ইংল্যান্ডের জো রুট। তিনি ১৮৪ রানে এখনো ক্রিজে টিকে আছে। আর প্রথম দিনে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৩৫৭ রান —ইএসপিএন

আগের ম্যাচে ১৯০ টার্গেট থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে চতুর্থ ম্যাচ জিতে পারেনি ভারত। জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যেত। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জয় পাওয়ায় সিরিজের ড্র করার সম্ভাবনা তৈরি করে। গতকাল শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ৯ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে। এসডি হোপ ৫১, কে এ হোপ ৪৬, হোল্ডার উল্লেখ করার মতো ৩৬ রান করেন। বোলিংয়ে ভারতের সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সামি।  তিনি ১০ ওভার বোলিং করে ৪৮ রানে ৪ উইকেট পান। যাদব ৫৩ রানে পান ৩ উইকেট। অর্থাৎ সিরিজ জিততে হলে ভারতকে করতে হবে ২০৬ রান। দলে যে নির্ভরযোগ্য ব্যাটসম্যান রয়েছেন তাতে এ রান ভারতের জন্য মামুলি বলা যায়। তবে আগের ম্যাচে ব্যাটসম্যানরা যে ব্যর্থতার পরিচয় দেন তাতে ২০৬ রান করে ভারত জিতেছে কি না তা পাঠকরা ইতিমধ্যে জেনে গেছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হারলে লাভ হবে বাংলাদেশের। কারণ তাদের র‌্যাঙ্কিং পয়েন্ট কমে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর