সোমবার, ১০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শিরোপার পথে বিগ ফোর

ক্রীড়া ডেস্ক

শিরোপার পথে বিগ ফোর

উইম্বলডন শুরুর আগেই আলোচনা হচ্ছিল, এবার চ্যাম্পিয়নের পথ বড় কঠিন। ফেবারিটরা আছেন দুরন্ত ফর্মে। বিশেষ করে গত প্রায় দেড় যুগ ধরে যারা টেনিস কোর্টে টিকে আছেন দুর্দান্ত দাপটে। রজার ফেদেরার, নোভাক জকোভিচ, অ্যান্ডি মারে এবং রাফায়েল নাদাল। টেনিসের ‘বিগ ফোর’ খ্যাত সবাই ছুটছেন শিরোপার পথে। এরই মধ্যে চারজনই নিশ্চিত করেছেন উইম্বলডনের চতুর্থ রাউন্ড।

চতুর্থ রাউন্ডে শীর্ষ বাছাই অ্যান্ডি মারে মুখোমুখি হচ্ছেন ফ্রান্সের বিনোইত পেয়ারের। অন্যদিকে রাফায়েল নাদাল চতুর্থ রাউন্ডে মুখোমুখি হবেন লুক্সেমবার্গের গিলস মুলারের। সবকিছু ঠিক থাকলে সেমিফাইনালে নাদালের মুখোমুখি হবেন অ্যান্ডি মারে। অবশ্য চতুর্থ রাউন্ড আর কোয়ার্টার ফাইনালের বাধা দুই জনকেই পাড়ি দিতে হবে। অ্যান্ডি মারে ও নাদাল আগেই তৃতীয় রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন। গত শনিবার তৃতীয় রাউন্ড পাড়ি দিয়েছেন জকোভিচ ও ফেদেরারও। জকোভিচ তৃতীয় রাউন্ডে ৬-৪, ৬-১, ৭-৬ (৭/২) গেমে হারিয়েছেন গুলবিসকে। দ্বিতীয় বাছাই সার্বিয়ান এ তারকা চতুর্থ রাউন্ডে মুখোমুখি হবেন ফ্রান্সের ম্যানারিনোর। অন্যদিকে সুইস কিংবদন্তি রজার ফেদেরার তৃতীয় রাউন্ডে জার্মানির জেভরভকে ৭-৬ (৭/৩), ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন। তিনি চতুর্থ রাউন্ডে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের মুখোমুখি হচ্ছেন। এদিকেও সব ঠিক থাকলে সেমিফাইনালে দেখা হবে ফেদেরার-জকোভিচের। ফাইনালে কে খেলবেন তা কেবল সময়ই বলতে পারে। বিগ ফোর যেন নিজ নিজ ফর্মের তুঙ্গে আছেন। একের পর এক প্রতিপক্ষদের কুপোকাত করে চলেছেন সরাসরি সেটে। ফেদেরার তিনটা ম্যাচই জিতেছেন সরাসরি সেটে। জকোভিচ আর নাদালও জিতেছেন সব ম্যাচ সরাসরি সেটে। কেবল অ্যান্ডি মারে তৃতীয় রাউন্ডে চার সেটে ম্যাচ জিতেছেন। চার জনের এই দুর্দান্ত ফর্ম টেনিসভক্তদের মধ্যে ছড়িয়ে দিয়েছে এক ধরনের নীরব উত্তেজনা। এদিকে মেয়েদের এককে তৃতীয় বাছাই প্লিসকভা ছাড়া বাকি ফেবারিটরা এগিয়েই চলেছেন। শীর্ষ বাছাই  জার্মান তরুণী অ্যাঞ্জেলিক কারবার তৃতীয় রাউন্ডে রজার্সকে ৪-৬, ৭-৬ (৭/২), ৬-৪ গেমে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর