বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বায়ার্ন মিউনিখে রদ্রিগেজ

ক্রীড়া ডেস্ক

বায়ার্ন মিউনিখে রদ্রিগেজ

রিয়াল মাদ্রিদ বেশ ঘটা করেই মোনাকো থেকে কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজকে দলে নিয়েছিল। সান্তিয়াগো বার্নাব্যুতে আসার পর তিনি বেশ গুরুত্বপূর্ণ সদস্যই ছিলেন। তবে গত বছর জিনেদিন জিদান কোচ হওয়ার পর থেকেই তার গুরুত্ব কমতে থাকে। ইনজুরি আর কোচের শুভ দৃষ্টির অভাবে রদ্রিগেজ অনেকটাই দৃষ্টির আড়ালে চলে যান। গত মৌসুমে মাত্র ২২টা ম্যাচ খেলেছেন লা লিগায়। তাছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও তিনি ছিলেন অনুপস্থিত। সবমিলিয়েই অনেকে ধরে নিয়েছিল রিয়াল ছাড়ছেন রদ্রিগেজ। সেই গুজবই সত্যি হলো। তিনি দুই বছরের জন্য লোনে বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে তুলছেন। রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ এক চুক্তির মাধ্যমে এটা ঠিক করেছে। অবশ্য দুই বছর পর ইচ্ছে করলে রদ্রিগেজকে স্থায়ীভাবে কিনতে পারবে বায়ার্ন মিউনিক। রিয়াল মাদ্রিদে ২০১৪ সালের জানুয়ারিতে এসেছিলেন কলম্বিয়ান এ তারকা। এরপর থেকে ১১১ ম্যাচ খেলে ৩৬টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ৪১টি গোল করিয়েছেন তিনি।

সর্বশেষ খবর