বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ভারতের নতুন কোচ শাস্ত্রী

ক্রীড়া ডেস্ক

ভারতের নতুন কোচ শাস্ত্রী

ভারতীয় ক্রিকেট দলের ডিরেক্টর হিসেবে দুই বছর (২০১৪-২০১৬) কাজ করেছেন রবি শাস্ত্রী। সাবেক এই তারকা ক্রিকেটারই এবার দুই বছরের জন্য ভারতের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছেন। ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন রবি। একদিন আগেই তিন উপদেস্টা সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার এবং ভিভিএস লক্ষণ মিলে রবি শাস্ত্রীর সাক্ষাৎকার নিয়েছেন। কোচ হওয়ার জন্য সাক্ষাৎকার দিয়েছিলেন আরও চারজন —বিরেন্দর শেবাগ, টম মুডি, রিচার্ড পাইবাস ও লালচাঁদ রাজপুত। সাক্ষাৎকারের সঙ্গে সঙ্গেই নতুন কোচের নাম ঘোষণা করার কথা ছিল। কিন্তু সংবাদ সম্মেলনে গাঙ্গুলি বলেছিলেন, বিরাট কোহলির সঙ্গে কথা বলেই তারা সিদ্ধান্ত নেবেন। গতকাল ভারতীয় অধিনায়কের সঙ্গে কথা বলেই নতুন কোচের নিয়োগ দেওয়া হয়। এর আগের বারও কোচ হওয়ার দৌঁড়ে এগিয়ে ছিলেন ভারতের সাবেক এই অলরাউন্ডার। কিন্তু সংক্ষিপ্ত তালিকা থেকে উপদেষ্টারা বেছে নিয়েছিলেন অনিল কুম্বলেকে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিততে না পারায় এবং অধিনায়ক কোহলির সঙ্গে দুরত্ব সৃষ্টি হওয়ার কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ান কুম্বলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর