বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সুযোগের অপেক্ষায় সোহান

ক্রীড়া প্রতিবেদক

সুযোগের অপেক্ষায় সোহান

জাতীয় দলের অন্যতম সেরা উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। দলে মুশফিকুর রহিম থাকায় তাকে একাদশে নিয়মিত দেখা যায় না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সঙ্গেই ছিলেন কোনো ম্যাচ খেলা হয়নি। অবশ্য এ নিয়ে কোনো আক্ষেপও নেই সোহানের। তিনি কেবল সুযোগের জন্য অপেক্ষা করছেন এবং নিজেকে প্রস্তুত করছেন। সোহান বলেন, ‘আসলে জাতীয় দলের সঙ্গে থাকাটাই বড় বিষয়। সব সময় অনেক কিছু শিখতে পারি। নিজের দুর্বলতাগুলোকে রিকোভার করার জন্য অনেক শেখা যায়।’ তার দাবি, ‘সুযোগ কখন কোন সময় আসে বলা যায় না। আমি চেষ্টা করে যাচ্ছি, তাতে শতভাগ ফিট থাকি।’

দুই দিন আগেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে ফিটনেস ক্যাম্প। ২২ জনের দলে রয়েছেন সোহানও। ফিটনেস ক্যাম্প সম্পর্কে তিনি বলেন, ‘ফিটনেস ক্যাম্প ভালো হচ্ছে। আরও বেশ কিছুদিন সময় পাব আমরা। চেষ্টা থাকবে সবাই যাতে রিকোভারী করে শতভাগ ফিট হতে পারি।’

মুশফিকের অনুপস্থিতিতে সোহানই নির্বাচকদের প্রথম পছন্দ। সে কারণেই ইংল্যান্ড সফরে তাকে দলের সঙ্গেই রেখে দিয়েছিল বিসিবি। ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেলসনে সোহানের ওয়ানডে ও টি-২০তে অভিষেক হয়। চলতি বছর একই সফরে টেস্টেও অভিষেক হয়েছিল। কিন্তু শুরুটা চমকপ্রদ করতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে নিজেকে নতুন করে প্রস্তুত করছেন তিনি। ফিটনেসের পাশাপাশি ব্যাটিং ও কিপিংয়ের দুর্বলতা নিয়ে কাজ করছেন। সোহান বলেন, ‘এখন ফিটনেস নিয়ে কাজ করছি। আমার ব্যাটিংয়েও কিছু সমস্যা আছে তা নিয়ে কাজ করব। আবার কিপিংয়েও কিছু দুর্বলতা রয়েছে, তা নিয়েও কাজ করব।’

ঘরোয়া ক্রিকেটে সোহানের সাফল্য ঈর্ষণীয়। প্রথম শ্রেণির ম্যাচে তার ৬টি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। ৪১ গড়ে ৪ হাজারের বেশি রান করেছেন। তবে জাতীয় দলের জার্সিতে এখনো তার কোনো হাফ সেঞ্চুরি নেই। যদিও টেস্ট খেলেছেন মাত্র একটিই। আর ওয়ানডে খেলেছেন দুটি। টি-২০ খেলেছেন ৯টি। তবে এবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সুযোগ পেলে নিজেকে মেলে ধরার জন্য মুখিয়ে রয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর