শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কাতারে বাংলাদেশের হার

ক্রীড়া প্রতিবেদক

কাতারে বাংলাদেশের হার

গতকাল দোহায় ৩-০ গোলে প্রীতি ম্যাচে হার মেনেছে বাংলাদেশের যুবারা। দুই প্রীতি ম্যাচ হেরেই বাংলাদেশ  অলিম্পিক বাছাই পর্ব খেলতে যাচ্ছে

 

দোহায় বাংলাদেশ গতকাল কাতার অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে লড়েছে। কাতার ফুটবলে এমনিতেই শক্তিশালী দল। তাছাড়া ২০২২ সালে আয়োজক হওয়ায় সরাসরি স্বপ্নের বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এখন থেকেই তারা প্রস্তুতি নিছে স্বপ্নের আসরের মাঠে নামার। সেক্ষেত্রে তাদের যুব দল শক্তিশালী হবে এটাই স্বাভাবিক। ফিলিস্তিনে এশিয়ান অনূর্ধ্ব-২৩ ফুটবলে বাছাইপর্ব খেলতে গেছে বাংলাদেশ।

গ্রুপে রয়েছে স্বাগতিক ফিলিস্তিন, জর্ডান ও তাজিকিস্তান। তিন প্রতিপক্ষই দারুণ শক্তিশালী। তাই মাঠে নামার আগে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কেননা প্রস্তুতি ম্যাচ খেললে খেলোয়াড়দের ঝালাইটা ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। কাঠমান্ডুতে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হেরে যায় নেপালের কাছে। ম্যাচে অল্প সময়ের জন্য যুবারা প্রাধান্য বিস্তার করে। গোলের সুযোগ পেয়েছিল ব্যস এই পর্যন্ত। সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরবর্তীতে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয় স্বাগতিকরা। রক্ষণভাগের ব্যর্থতায় বাংলাদেশ ১-০ গোলে হেরেছে। তবে শেষ ১৫ মিনিট নেপাল যে ঝলক দেখিয়েছে তাতে ব্যবধান যে বাড়েনি এটাই ভাগ্য। নেপালের কাছে হেরে পুনরায় প্রমাণ মিলল বাংলাদেশের দুর্দশা। এ হারের পর অনেকেই ধরে নিয়েছে কাতারের বিপক্ষে কুলিয়ে উঠতে পারবে না বাংলাদেশ। শেষ পর্যন্ত তাই হয়েছে। গতকাল দোহায় ৩-০ গোলে প্রীতি ম্যাচে হার মেনেছে বাংলাদেশের যুবারা। দুই প্রীতি ম্যাচ হেরেই বাংলাদেশ  অলিম্পিক বাছাই পর্ব খেলতে যাচ্ছে। কাতারের কাছে যে হারবে এটাই স্বাভাবিক। কেননা ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৭৯ আর বাংলাদেশের ১৯০। সত্যি কথা বলতে কাল যে বাংলাদেশ গোলের বন্যায় ভেসে যায়নি এটাই ভাগ্য। তারপরও কোচ অ্যান্ডু এ নিয়ে বিচলিত নন। তিনি কাল মাঠে নামার আগে বলেছেন, ‘আমি ছেলেদের ঝালাই করছি। হুট করে তাদের পারফরম্যান্স বদল করা সম্ভব নয়। এজন্য সময় দরকার। অযথা ছেলেদের চাপ দিয়ে লাভ নেই। চেষ্টা করলে অবশ্যই বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসবে। সেভাবেই আমি দলকে তৈরি করব।’

সর্বশেষ খবর