শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ঘরের মাঠে বাংলাদেশ ফেবারিট : ইমরুল

ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাঠে বাংলাদেশ ফেবারিট : ইমরুল

বাংলাদেশ ওয়ানডেতে যতটা ভালো দল, ততটা নয় টেস্টে। র‌্যাঙ্কিংই তার বড় প্রমাণ। বেশি বেশি ওয়ানডে খেলার কারণে এই ফরম্যাটে টাইগারদের ব্যাপক উন্নতি হয়েছে। কিন্তু বাংলাদেশ টেস্ট খেলে কালেভাদ্রে, তার টেস্টের উন্নতিটাও ততটা চোখে পড়ছে না। তবে কম ম্যাচ খেলেও টেস্টেও যে বাংলাদেশ দল উন্নতি করেছে তার বড় প্রমাণ শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্ট জয়। শুধু তাই নয়, ঘরের মাঠে সব শেষ টেস্ট সিরিজ ইংল্যান্ডের বিরুদ্ধে শক্তিশালী দলের বিরুদ্ধে ১-১ ব্যবধানে শেষ করেছেন বাংলাদেশ। ওই সিরিজের প্রথম ম্যাচেও জয়ের মতো অবস্থা সৃষ্টি করেছিল টাইগাররা। কিন্তু হয়নি। তবে বাংলাদেশের পারফরম্যান্স প্রশংসিত হয়েছে ক্রিকেট বিশ্বে।

বাংলাদেশ টেস্ট দলের ওপেনার ইমরুল কায়েস মনে করেন, ঘরের মাঠে বাংলাদেশে ওয়ানডের মতো টেস্টেও ভালো। ইমরুল বলেন, ‘এখন আমাদের কন্ডিশনে আমরা টেস্ট এবং ওয়ানডে, দুই ফরম্যাটেই ভালো। শেষ আমরা ইংল্যান্ডের সঙ্গে টাফ কন্ডিশনে খেলেছি এবং ফল পেয়েছি। আমার মনে হয় অস্ট্রেলিয়ার সঙ্গে সিমিলার কন্ডিশন কিংবা এ রকমই হবে। আমরা মানসিকভাবে নিজেরা প্রস্তুত হচ্ছি এবং ওই পর্যায়ে খেলার জন্য কিভাবে প্রস্তুত হওয়া দরকার, প্রত্যেকটা ব্যাটসম্যান-প্রত্যেকটা বোলার ওভাবেই রেডি হচ্ছে।’

সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ। নিজেদের প্রস্তুত করতে ফিটনেস ক্যাম্প করছেন ক্রিকেটাররা। এই ক্যাম্প দারুণ উপভোগ করছেন টাইগাররা। ইমরুল বলেন, ‘ফিটনেস ট্রেনিং অবশ্যই ইনজয় করছি। বছরে একবার এরকম সুযোগ থাকে ফিটনেস ট্রেনিং করার। একটা ফিটনেস ট্রেনিং করলে এক-দুই বছর ভালোমতো ক্রিকেট খেলা যায়। এখানে সবাই খুব সিরিয়াস। আমি ব্যক্তিগতভাবে খুব সিরিয়াস।’

টেস্টে তামিম ইকবালের সঙ্গে ইমরুলের জুটিটা দারুণ। খুলনা টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ৩১২ রানের ঐতিহাসিক জুটি গড়েছিলেন। যেটি ছিল বাংলাদেশের টেস্টে সবচেয়ে বড় জুটি। যদিও পরে সাকিব-মুশফিক মিলে এই রেকর্ড ভেঙে দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে খেলার জন্য মরিয়া হয়ে আছেন ইমরুল। নিজেকে প্রস্তুত করছেন। তবে এখন জাতীয় দলে ইমরুলের জায়গাটা স্থায়ী নয়। তাকে যাওয়ার আসার মধ্যে থাকতে হয়। এ সম্পর্কে ইমরুল বলেন, ‘ আমি আমার কাজটা করার চেষ্টা করি যখনই সুযোগ পাই। আপনারাও সেটা দেখেছেন যে আমি যখনই সুযোগ পেয়েছি তখনই পারফর্ম করেছি। ম্যানেজমেন্ট হয়তো আমাকে নিয়ে ভিন্ন কিছু চিন্তা করে যার জন্য আমি হয়তো রেগুলার হতে পারি না। কিন্তু আমি আমার চেষ্টাটা করে যাচ্ছি। যতদিন খেলব চেষ্টা করব। যদি উনারা চিন্তা করে, আমাকে নিয়ে কন্টিনিউ করতে পারবে তখন ভিন্ন কিছু হতে পারে।’

সর্বশেষ খবর