শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ইরফানের সেঞ্চুরিতে এইচপির বড় সংগ্রহ

ক্রীড়া প্রতিবেদক

ইরফানের সেঞ্চুরিতে এইচপির বড় সংগ্রহ

অনুশীলনটা ভালোই হচ্ছে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে এইচপি ওয়ানডে সিরিজ ও তিনদিনের ম্যাচ খেলে  অনুশীলন সেরে নিচ্ছে। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রতিটিই জিতেছে এইচপি। শুধু প্রথমটি জিততে ঘাম ঝড়াতে হয়েছে। কিন্তু বাকি ম্যাচগুলো জিতেছে অনায়াসে। ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাস নিয়ে তিনদিনের ম্যাচে অংশ নিচ্ছেন লিটন কুমার দাসরা। মারারা ক্রিকেট গ্রাউন্ডে তিনদিনের ম্যাচের প্রথমদিন বেশ ভালোভাবেই কাটিয়েছে এইচপি। ইরফান শুক্কুরের সেঞ্চুরিতে প্রথম দিন ৬ উইকেটে ৩১২ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। শুক্কুর ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ১৩৯ বলের খরচে। মেহেদি মারুফও প্রত্যয়ী ব্যাটিং করেন। টস জিতে ব্যাট করতে নেমে খুব সাবলীল ছিলেন না এইচপির উপরের সারির ব্যাটসম্যানরা। বিঙ্কস ও গ্রেগরির সাঁড়াশি আক্রমণে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং ব্যর্থতায় এক পর্যায়ে ১৬৯ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে এইচপি। সেখান থেকে টেনে তুলেন মেহেদি মারুফ ও ইরফান শুক্কুর। ইরফান খেলেন ১০৪ রানের অপরাজিত ইনিংস। মেহেদি মারুফ খেলেন ৮৭ রানের ইনিংস ১৩৮ বলে। ৬ চার ও ২ ছক্কায়। এই দুই ব্যাটসম্যান ছাড়া লিটন ১৩, এনামুল ১৯, নাজমুল ১৩, অলরাউন্ডার সাইফ উদ্দিন ২৬, ইয়াসির ২৭, তানভীর ১৭ রানের অপরাজিত ইনিংস খেলেন।       

সংক্ষিপ্ত স্কোর

এইচপি ১ম ইনিংস: ৩১২/৬, ৯০ ওভার, ইনিংস ঘোষণা (লিটন দাস ১৩, মেহেদি মারুফ ৮৭, এনামুল ১৯, নাজমুল ১৩, ইয়াসির ২৭, ইরফান ১০৪*, সাইফ উদ্দিন ২৬, তানভীর ১৭*। বিঙ্কস ৩/৪৭, গ্রেগরি ২/৩০, ডয়েল ১/৫৫)।

সর্বশেষ খবর