শনিবার, ১৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রেকর্ডের হাতছানি ভেনাসের

রাশেদুর রহমান

রেকর্ডের হাতছানি ভেনাসের

ভেনাস উইলিয়ামস যাদের সঙ্গে টেনিস খেলেছেন তাদের অনেকেই এখন আর টেনিস দুনিয়ায় নেই। অবসরে চলে গেছেন সবাই। অথচ উইলিয়ামস পরিবারের বড় মেয়ে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন ৩৭ বছর বয়সে! এগিয়ে চলেছেন দারুণ এক রেকর্ডের দিকে। অবশ্য এরই মধ্যে একটা রেকর্ড তিনি করেছেন। ২৩ বছরের মধ্যে ভেনাস উইলিয়ামসই সবচেয়ে বয়সী তারকা হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠেছেন। এর আগে মার্টিনা নাভরাতিলোভাই সর্বশেষ এই কৃতিত্ব দেখিয়েছিলেন ৩৭ বছর বয়সে। ১৯৯৪ সালে তিনি উইম্বলডনের ফাইনাল খেলেছিলেন ৩৭ বছর ২৫৮ দিন বয়সে। তবে সবচেয়ে বয়সী তারকা হিসেবে উইম্বলডন জয়ের রেকর্ড সেরেনা উইলিয়ামসের (৩৪ বছর ২৮৭ দিন)। ৩৭ বছর ২৮ দিন বয়সে সেরেনা উইম্বলডন জিতে আজ ছোট বোনের রেকর্ডটা নিজের করে নিতে পারেন কিনা কে জানে!

ভেনাস উইলিয়ামস সর্বশেষ ২০০৯ সালে উইম্বলডন ফাইনাল খেলেছেন। এরপর তো গত অস্ট্রেলিয়া ওপেনের আগে কোনো গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টেরই ফাইনাল খেলতে পারেননি ভেনাস। আজ তিনি স্পেনের গারবিন মুগুরুজার বিপক্ষে খেলতে নামছেন ক্যারিয়ারের অষ্টম গ্র্যান্ডস্লাম শিরোপা জয় করতে। আজ জিতলে এটা হবে উইম্বলডনে ভেনাসের ষষ্ঠ শিরোপা। একসময় অসুস্থতার জন্য ক্যারিয়ারের ইতিই ঘটতে যাচ্ছিল ভেনাসের। অথচ গত ১২ মাসে ভেনাস কী অসাধারণ সব ম্যাচ উপহার দিয়েছেন। খেলেছেন অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালও। অবশ্য ছোট বোন সেরেনার কাছে হেরে গেছেন তিনি। দুর্দান্তরূপে ফিরে আসার রহস্য কী বলেছেন, ভেনাস উইলিয়ামস। তিনি সব সময়ই বিশ্বাস করেছেন ফিরতে হবে এবং ভালো করতে হবে। এভাবেই ধীরে ধীরে নিজেকে কোর্টে ফিরিয়েছেন ভেনাস। ফর্মের তুঙ্গে এখন তিনি। আজ কি দারুণ একটা রেকর্ড গড়তে পারবেন ভেনাস? প্রতিপক্ষ স্প্যানিশ তরুণী গারবিন মুগুরুজা। তিনি জানেন, ভেনাস উইলিয়ামস কঠিন প্রতিদ্বন্দ্বী। এমনকি ৩৭ বছর বয়সেও। অন্যদিকে ২৩ বছরের মুগুরুজাও সহজ প্রতিপক্ষ নন। তিনি চতুর্থ রাউন্ডে বিদায় করেছেন শীর্ষ বাছাই জার্মান তরুণী অ্যাঞ্জেলিক কারবারকে। হারিয়েছেন রুশ তরুণী সভেত্লানা কুজনেৎসভাকেও। তা ছাড়া গত বছর ফ্রেঞ্চ ওপেনে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে তিনি বেশ হৈচৈ ফেলে দিয়েছিলেন টেনিস দুনিয়ায়। দেখা যাক, এবার বড় বোন ভেনাসের বিপক্ষে তিনি কেমন করেন! অতীত লড়াইয়ে অবশ্য এগিয়ে আছেন ভেনাসই। এর আগে চারবার দেখা হয়েছে দুজনের। এর মধ্যে তিনবারই জিতেছেন ভেনাস উইলিয়ামস।

সর্বশেষ খবর