শনিবার, ১৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা
ফারাজ চ্যালেঞ্জ কাপ

আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল উদ্বোধন করলেন সাফওয়ান সোবহান

ক্রীড়া প্রতিবেদক

আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল উদ্বোধন করলেন সাফওয়ান সোবহান

শুরু হয়ে গেল আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের এই চ্যাম্পিয়নশিপ গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান —বাংলাদেশ প্রতিদিন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুস্থ মানসিক বিকাশ ও বিনোদন এবং খেলার মাধ্যমে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখতে শুরু হয়েছে আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গিদের হাতে নিহত ফারাজ আইয়াজ হোসেনের নামে চ্যাম্পিয়নশিপের নামকরণ হয়েছে ‘ফারাজ চ্যালেঞ্জ কাপ’। গতকাল প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান। এ সময় উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান মঞ্জুর কাদের, ওয়ালটন গ্রুপের এফ এম ইকবাল আনোয়ার ডন এবং জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, ছাইদ হাসান কানন, গাফফার ও খুরশিদ আলম বাবুল। টুর্নামেন্টের স্পন্সর ওয়ালটন গ্রুপ, পাওয়ার স্পন্সর শাহজালাল ইসলামী ব্যাংক, কো-স্পন্সর হা-মীম গ্রুপ এবং আয়োজক সাবেক ফুটবলারদের সংগঠন সোনালি অতীত ও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ২০ দলের আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল পাবে ২ লাখ আর রানার্স-আপ ১ লাখ টাকা।

সর্বশেষ খবর