শনিবার, ১৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

২০১১ বিশ্বকাপের ফাইনাল ফিক্সিং : রানাতুঙ্গা

ক্রীড়া ডেস্ক

২০১১ সালের আইসিসি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ফিক্সিং ছিল বলে মন্তব্য করেছেন ’৯৬-এর বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ২৭৪ রান করার পরও তাদের ছয় উইকেটের হারটা রানাতুঙ্গার কাছে অবিশ্বাস্য লেগেছে। লঙ্কান সাবেক অধিনায়ক বলেন, ‘ওই ম্যাচে আমি ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলাম। শ্রীলঙ্কার হারটা ছিল খুবই পীড়াদায়ক এবং তখনই আমার সন্দেহ হয়েছিল। আমি মনে করি, অবশ্যই ২০১১ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচের তদন্ত হওয়া দরকার।’

রানাতুঙ্গার দাবি, ‘আমি সবকিছু প্রকাশ করতে পারি না। তবে অবশ্যই সেই ম্যাচের তদন্ত হওয়ার দরকার।’ ওই ম্যাচে প্রথম ইনিংসের পরই এগিয়ে ছিল শ্রীলঙ্কা। তবে ২৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে যখন ভারতের ব্যাটিং স্তম্ভ মাত্র ১৮ রানেই সাজঘরে ফিরে যায় তখন ম্যাচে চালকের আসনে বসে যায় শ্রীলঙ্কা। এমন পরিস্থিতির পরও ফিল্ডিং ও বোলিংয়ে দুর্বলতার জন্য ম্যাচটা হেরে যায় শ্রীলঙ্কা। লঙ্কান সাবেক তারকা অভিযুক্ত হিসেবে কোনো ক্রিকেটারের নাম প্রকাশ করেননি। তবে তার ইঙ্গিত কুমার সাঙ্গাকারার দিকেই। কারণ ২০১১ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন। তা ছাড়া সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে সাঙ্গাকারার ওপর খেপেছেন রানাতুঙ্গা। ২০০৯ সালে পাকিস্তান সফরে পাঠিয়ে লঙ্কান ক্রিকেটারদের জীবন যারা ঝুঁকিতে ফেলে দিয়েছিলেন তাদের বিরুদ্ধে তদন্ত দাবি করেছেন সাঙ্গাকারা। আর শ্রীলঙ্কা যখন পাকিস্তান সফরে যায়, তখন লঙ্কান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটির প্রধান ছিলেন রানাতুঙ্গা। তাই সাঙ্গাকারার তীরে বিদ্ধ হয়েই এবার ২০১১ সালের বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তুলেছেন অর্জুনা।

সর্বশেষ খবর