শনিবার, ১৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তানে খেলার আমন্ত্রণ সরফরাজের

ক্রীড়া ডেস্ক

২০০৯ সালের পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না বলাই যায়। যদিও মাঝে জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ খেলেছে। অন্য দলগুলো কোনোভাবেই রাজি হয়নি পাকিস্তানে যেতে। কারণ আর কিছু নয়। নিরাপত্তা। নিরাপত্তার অজুহাতে ক্রিকেট দলগুলো খেলতে না গেলেও কয়েক দিন আগে ব্রাজিলিয়ান সাবেক ফুটবল তারকা রোনালদিনহো গিয়েছিলেন পাকিস্তানে। সেখানে তিনি দুটি প্রীতি ম্যাচে অংশ নেন। উদ্দেশ্য ছিল, পাকিস্তানে ফুটবলকে জনপ্রিয় করা। নিরাপত্তা নিয়ে কিছুই বলেননি ব্রাজিলিয়ান তারকা। পাকিস্তান এখন চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন্স লিগ শুরুর সপ্তাহখানেক আগে ম্যানচেস্টারে এক কনসার্টে আত্মঘাতী হামলায় ১৯ জন নিহত হয়। তারপরও পূর্ণ নিরাপত্তায় চ্যাম্পিয়ন্স লিগ অনুষ্ঠিত হয়। পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক সরফরাজ আহমেদ, তার উদাহরণ টেনে বলেছেন, ‘যদি ইংল্যান্ডে দেশগুলো খেলতে পারে, তাহলে পাকিস্তানে খেলতে সমস্যা কোথায়?’ তিনি আন্তর্জাতিক দেশগুলোকে পাকিস্তানে ক্রিকেট খেলার আমন্ত্রণ জানান। বৃহস্পতিবার করাচি প্রেস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সরফরাজ বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের অনুপস্থিতিতে পাকিস্তানের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। ৯ বছর ধরে আমরা দেশে ক্রিকেট খেলছি না। আমি আমাদের এখানে এসে ক্রিকেট খেলার জন্য আন্তর্জাতিক দলগুলোকে আমন্ত্রণ জানাচ্ছি।’

সর্বশেষ খবর