রবিবার, ১৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ইতিহাস না চমক

ফেদেরার-চিলিচ মুখোমুখি আজ

রাশেদুর রহমান

ইতিহাস না চমক

কেন রোজওয়াল ১৯৭২ সালে ৩৭ বছর বয়সে জয় করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন। এরপর থেকেই বুড়োদের গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডটা দখল করে রেখেছেন তিনি। প্রায় ৪৫ বছর পর রোজওয়ালের রেকর্ডটা হুমকির মুখে পড়ে গেছে। বুড়ো রজার ফেদেরার তারুণ্যের শক্তি নিয়ে এগিয়ে চলেছেন দুরন্ত গতিতে। তার সেই বিখ্যাত ফোরহ্যান্ডের দেখা মিলছে এবার উইম্বলডনে। যার মাধ্যমে তিনি হারিয়েছেন গ্রিগর দিমিত্রভ, মিলোস রাউনিচ আর টমাস বারডিচের মতো তারকাদের। জয় করেছেন বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। এবার উইম্বলডনও জয় করতে চলেছেন তিনি! দিন কয়েক পরই ফেদেরারের ৩৬ হচ্ছে। কে জানে অদূর ভবিষ্যতে তিনিই হয় তো ভেঙে  দেবেন রোজওয়ালের রেকর্ডটা! গত জানুয়ারিতে ৩৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জয় করে ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ডস্লাম শিরোপা জয় করেছিলেন রজার ফেদেরার। এবার ছুটে চলেছেন ১৯তম গ্র্যান্ডস্লামের দিকে! আর বুড়ো রজার ফেদেরারের খেলা দেখতে ছুটে আসছেন বিশ্বের সব ভিভিআইপি। যেমন শচীন টেন্ডুলকার কিংবা হলিউডের বিখ্যাত অভিনেতারা। অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার কোর্টে আজও মুগ্ধ দৃষ্টিতে ফেদেরারের ম্যাচ দেখতে হাজির থাকবেন টেন্ডুলকাররা। উইম্বলডনের ফাইনালে সুইস কিংবদন্তির মুখোমুখি হচ্ছেন ক্রোয়েশিয়ার ম্যারিন চিলিচ। ফেবারিট ফেদেরারই। তবে চমকে দিতে পারেন চিলিচও। জীবনে এগিয়ে যাওয়ার জন্য মাঝে-মধ্যে কিছুটা পিছিয়েও যেতে হয়। ফেদেরার এই কাজটা নিজের জীবনেই প্রয়োগ করে দেখিয়েছেন। গত বছর ছয় মাসের একটা ছোট্ট বিরতি নিয়েছিলেন ফেদেরার। এটাই যেন তাকে নতুন করে শক্তি জুগিয়েছে। আবার সেই পুরনো ফেদেরার হিসেবে তিনি আত্মপ্রকাশ করেছেন। ফেদেরার নিজেই বলেছেন, ‘এক সময় ভাবতাম সেন্টার কোর্টে আর হয় তো কোনো দিনই খেলতে পারব না। কিন্তু টেনিস থেকে কয়েক মাস বিশ্রাম নেওয়া খুব কাজে দিয়েছে।’ ফেদেরারের এমন রুদ্রমূর্তির সামনে ম্যারিন চিলিচ তো নাবালক মাত্র। তারপরও ফেদেরার সতর্ক। তিনি বেশ মনে রেখেছেন, ২০১৪ সালের ইউএস ওপেনে ফেদেরারকে হারিয়েই ফাইনাল খেলেছিলেন তিনি। সেবার জাপানের কেই নিশিকুরিকে হারিয়ে ক্যারিয়ারের একমাত্র গ্র্যান্ডস্লাম শিরোপাও জিতেছিলেন চিলিচ। অবশ্য সব মিলিয়ে ৭ বারের সাক্ষাতে ছয়বারই জিতেছেন ফেদেরার। উইম্বলডনে অষ্টম শিরোপা জয়ের জন্য কি অতীত রেকর্ডটা কাজে লাগাতে পারবেন ফেদেরার! চিলিচের জন্য সবচেয়ে যেটা ভয়ের, এবার উইম্বলডনে একটা সেটও হারেননি সুইস তারকা। এই রেকর্ডটা চিলিচ কেন সবার জন্যই ভয়ের। রজার ফেদেরার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ থেকে নিচে নেমেছেন অনেক আগেই। কিন্তু আবার বুঝি সেই দিন আসছে। সেরার সিংহাসনে বসতে যাচ্ছেন ফেদেরার। এবার উইম্বডলন জিতলে ফেদেরার তিন নম্বরে উঠে আসবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর