রবিবার, ১৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ইনজুরিতে সাকিব

ক্রীড়া প্রতিবেদক

ইনজুরিতে সাকিব

টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনেন বরিশাল বুলসের অন্যতম মালিক ও বিসিবি পরিচালক আবদুল আউয়াল চৌধুরী ভুলু। শুধু শৃঙ্খলা ভঙ্গ নয়, দলে গ্রুপিং করার অভিযোগও আনেন তিনি। দেশের অন্যতম সেরা ক্রিকেটার ও টেস্ট অধিনায়কের বিরুদ্ধে ভুলুর আনীত অভিযোগে বিস্মিত বিসিবি। হতবাক ক্রিকেটপাড়া। গতকাল ক্রিকেটাঙ্গনের মূল খবরই ছিল এটি। এই খবরের আড়ালে ঢাকা পড়ে দেশের আরেক শীর্ষস্থানীয় ক্রিকেটার সাকিব আল হাসানের ইনজুরির বিষয়টি। দেশের অন্যতম সেরা ক্রিকেটার ও টেস্ট অধিনায়কের বিরুদ্ধে আনীত অভিযোগের সমালোচনা করে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক, বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সংবাদ সম্মেলন করেন। সেখানে উপস্থিত ছিলেন মুশফিক নিজেও। সংবাদ সম্মেলনে ভুলুকে ক্ষমা চাইতে বলা হয়। দেশের ক্রিকেটপাড়া গতকাল যখন মুশফিক-ভুলু আলোচনায় ব্যস্ত, তখন অনেকটাই আড়ালে জাতীয় দলের ক্যাম্পে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু অনুশীলনে অংশ নেননি। কারণ, তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। খোঁজ নিয়ে জানা যায়, ডান পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছেন স্পিন অলরাউন্ডার। অবশ্য ইনজুরি নিয়ে নিজে কিছু বলেননি সাকিব। এমনকি বিসিবি থেকেও কিছু জানানো হয়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ২-৩ দিন বিশ্রামে থাকতে হবে সাকিবকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর