রবিবার, ১৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে কলম্বো টেস্ট

ক্রীড়া ডেস্ক

প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়ে জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজ জেতার আত্মবিশ্বাসে টেস্টেও ভালো খেলছে দলটি। কলম্বো টেস্টের প্রথম দুই দিন শেষে চালকের আসনে আফ্রিকান প্রতিনিধিরা। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ে এগিয়ে ৬৩ রানে। অবশ্য আজ তৃতীয় দিন স্বাগতিকরা হাতে ৩ উইকেট নিয়ে ব্যাট করতে নামবে। প্রথম দিন অলরাউন্ডার শেন আরভিনের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছিল জিম্বাবুয়ে। ৮ উইকেটে ৩৪৪ রান তুলেছিল। আরভিন অপরাজিত ছিলেন ১৫১ রানে। গতকাল দুই অপরাজিত ব্যাটসম্যান আরভিন ও টিরিপানো ব্যাটিংয়ে নেমে আরও ১২ রান যোগ করেন স্কোর বোর্ডে। আরভিন সাজঘরে ফেরেন ১৬০ রানে। টিরিপানো ২৭ রানে। ৩৯ বছর বয়স্ক রঙ্গনা হেরাথ ৩০ বারের মতো ক্যারিয়ারের ৫ উইকেট নেন। ৮১ টেস্টে হেরাথের উইকেট সংখ্যা এখন ৩৭৮টি। ওয়ানডে সিরিজ হারের পর সব ফরম্যাট থেকে দায়িত্ব ছেড়ে দেন অ্যাঞ্জেলি ম্যাথিউস। টেস্টে তার স্থলাভিষিক্ত হন দিনেশ চান্দিমল। অধিনায়কত্ব বদলালেও ভালো সময় যাচ্ছে না শ্রীলঙ্কার। গতকাল সারা দিন পার করেছে ঠিকই স্বাগতিকরা। কিন্তু ২৯৩ রান তুলতে উইকেট হারিয়েছে ৭টি। অধিনায়ক হিসেবে চান্দিমাল ৫৫ রানের ইনিংস খেলেছেন ঠিকই। কিন্তু সেটা দলকে খুব বেশি দূর এগিয়ে নিতে পারেনি। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন উপল থারাঙ্গা। জিম্বাবুয়ের অধিনায়ক লেগ স্পিনার ক্রেমার ৩ উইকেট নেন ১০০ রানের খরচে।           

সংক্ষিপ্ত স্কোর :

জিম্বাবুয়ে : প্রথম ইনিংস, ৩৫৬/১০, ৯৪.৪ ওভার (মাসাকাদজা ১৯, চাকাভা ১২, মুসাকান্দা ৬, আরভিন ১৬০, উইলিয়ামস ২২, রাজা ৩৬, মুর ১৯, ওয়ালার ৩৬, ক্রেমার ১৩, টিরিপানো ২৭। কুমারা ২/৬৮, হেরাথ ৫/১১৬, পেরেরা ১/৮৬, গুনারত্নে ২/২৮)।

শ্রীলঙ্কা : প্রথম ইনিংস, ২৯৩/৭, ৮৩ ওভার (করুনারত্নে ২৫, উপল থারাঙ্গা ৭১, জেহান মেন্ডিস ১১, দিনেশ চান্দিমাল ৫৫, অ্যাঞ্জেলি ম্যাথিউস ৪১, পেরেরা ৩৩, গুনারত্নে ২৪*। টিরিপানো ১.৩৮, ক্রেমার ৩/১০০, শেন উইলিয়ামস ১/৩৪)।

সর্বশেষ খবর