মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সাড়া মিলছে না স্পন্সরে

পেশাদার লিগ

ক্রীড়া প্রতিবেদক

সাড়া মিলছে না স্পন্সরে

২৮ জুলাই পেশাদার ফুটবল লিগের পর্দা ওঠার কথা। জুনেই লিগ শুরু হওয়ার কথা থাকলেও ক্লাবগুলোর আবেদনে তা পিছিয়ে যায়। ক্লাবগুলো এখন প্রস্তুতিতে ব্যস্ত। বেশ কটি দল শক্তিশালী হওয়ায় লিগে এবার জোর লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে স্পন্সরশিপ নিয়ে। সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেড লিগের স্বত্ব কিনে নিয়েছে। তারাই স্পন্সর ঠিক করবে। প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (অপারেশন্স) আহমেদ সাইদ আল ফাত্তাহ্ জানান, সাইফ গ্লোবাল বেশ কটি প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ করেছে কিন্তু স্পন্সরশিপের সাড়া মিলছে না। এবার ছয় ভেন্যুতে লিগ হওয়ার কথা। সে ক্ষেত্রে গ্লোবাল মোটা অংকের অর্থ দিয়ে স্বত্ব কিনে নেয়। এখন লিগ কমিটি সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ও চট্টগ্রামে আয়োজন করার। এজন্য স্পন্সরশিপে ব্যাঘাত ঘটছে। তা ছাড়া লম্বা সময়ে লিগ পিছিয়ে যাওয়ায় প্রতিষ্ঠানগুলো লিগে স্পন্সর করতে রাজি হচ্ছে না। ফাত্তাহ্ বলেন, ‘পুরো বিষয়টি আমরা বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে লিখিতভাবে জানিয়েছি ১২ জুলাই। তিনি একটি ফিকশ্চার পাঠিয়েছেন। অথচ আমাদের করণীয় কী হতে পারে তা জানাতে পারেননি।’ সোহাগ জানান, ‘বাফুফে সিনিয়র সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী দেশে ফিরে আসা না পর্যন্ত সিদ্ধান্ত দেওয়া যাবে না।’

সালাম গতকাল দেশে ফিরেছেন ফাত্তাহ তা জানতে পেরেছেন। ফাত্তাহ্ বলেন, ‘বিষয়টি নিয়ে জরুরি আলোচনা দরকার। স্পন্সর ছাড়া লিগ চালানো যেমন মুশকিল, তেমন স্বত্ব কেনার পরও যদি স্পন্সরশিপ না মেলে তখন গ্লোবাল স্পোর্টসেরও বড় ধরনের আর্থিক ক্ষতি হবে। আশা রাখি বাফুফে এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।’

সর্বশেষ খবর